দলকে চাপে রেখে অস্ট্রেলিয়া ফিরলেন প্যাট কামিন্স
ভারতের মাটিতে সাদা পোশাকে সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়া। নাগপুর থেকে দিল্লি—দুই টেস্টেই ভারতের কাছে বাজেভাবে হেরেছে অসিরা। টানা দুই হারের স্বাভাবিকভাবে চাপে মুখে সফরকারীরা। এমন কঠিন সময়ে হঠাৎ করে দেশে ফিরে গেলেন অধিনায়ক প্যাট কামিন্স।
বোর্ডার-গাভাস্কার ট্রফির এখনো অর্ধেটা বাকি। দুই ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে অস্ট্রেলিয়া। এমন সময়ে পারিবারিক কারণে দেশে ফিরতে হয়েছে প্যাট কামিন্সকে। খবর টেলিগ্রাফ অস্ট্রেলিয়ার। তবে ঠিক কারণে ফিরতে হচ্ছে সেটা জানা যায়নি। ব্যক্তিগত গোপনীয়তার কারণে কামিন্সের অস্ট্রেলিয়ায় যাওয়ার ব্যাপার নিয়ে বিস্তারিত প্রকাশ করেনি।
ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে কামিন্সের দেশে ফেরার কথা জানিয়ে বলেছে, ‘পরিবারের কারও স্বাস্থ্য সংক্রান্ত গুরুতর সমস্যার কারণে সিরিজের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে কামিন্সকে। কয়েকদিন সিডনিতে পরিবারের সঙ্গে কাটাবেন তিনি। তার পরে আবার ভারতে ফিরবেন কামিন্স। তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সংবাদমাধ্যমের কাছে আবেদন কামিন্সকে এই সময় বিরক্ত করবেন না।’
তবে তৃতীয় টেস্টের আগে এখনো সময় বাকি আছে। আশা করা যাচ্ছে, সিডনিতে পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক। ইন্দোরে টেস্ট ম্যাচটি শুরু হবে ১ মার্চ থেকে।
যদি শেষ মুহূর্তে সমস্যা কাটিয়ে কামিন্স ফিরতে না পারেন তাহলে তাকে ছাড়াই মাঠে নামতে হবে অসিদের। সেক্ষেত্রে ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন দেশটির সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।
এর আগেও কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। ২০২১ সালের শেষ দিকে কামিন্স নেতৃত্বে আসার পর এই সময়ে দুই টেস্টে অধিনায়কত্ব করেন স্টিভেন স্মিথ।