দল হারছে তারপরও হাসছেন খেলোয়াড়রা!
গতকাল রোববার রাতে মাদ্রিদ ডার্বিতে একটা বিষয় ছিল চোখে পড়ার মতো। অ্যাথলেটিকো মাদ্রিদ যখন চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন করার জন্য চেষ্টা করছে, তখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা ছিলেন নির্ভার। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর লা লিগার শিরোপা নিশ্চিত হওয়ার পর কার্লো আনচেলত্তি কাল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেন।
দানি কারভাজাল, ফেরল্যান্ড মেন্ডি, ফেদে ভালভার্দে, লুকা মদ্রিচ, করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রসহ সবাই ছিলেন সাইডলাইনে। তাছাড়া ডেভিড আলাবার ইনজুরি কারণে রিয়াল মাদ্রিদের আট খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়।
মার্কার খবরে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার লেভান্তের বিপক্ষে ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আনচেলত্তি।
এ ব্যাপারে রিয়াল কোচ বলেন, ‘আজ যারা কম খেলেছে তারা বৃহস্পতিবার (লেভান্তের বিপক্ষে) খেলবে, কাদিজের বিপক্ষেও তাই হবে, আরা রিয়াল বেটিসের বিপক্ষে কমবেশি খেলবে।’
এদিকে দারুণ পারফরম্যান্স দিয়ে দিয়েগো সিমিওনের দল চমকে দিয়েছে। গতকাল রোববার রাতে অ্যাথলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে।
দল হারলেও থিবাউট কোর্তোয়া, কাসেমিরো, এডার মিলিতাও ও করিম বেনজেমাদের মতো খেলোয়াড়দের বেঞ্চে বসে হাসতে দেখা যায়। ৬০ মিনিট পর যখন ফেদে ভালভার্দের স্থলাভিষিক্ত হন ক্যাসেমিরো, তখনও ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে তাঁর কোচের সঙ্গে টাচলাইনে হাসতে দেখা যায়।
কোর্তোয়া, ক্যাসেমিরো, এডার মিলিটাও ও বেনজেমাকে ঠাট্টা করতে দেখা যায়। একটি ডার্বি হারানো সামান্য ব্যাপারই মনে হয়েছে তাঁদের কাছে।