দাপট দেখিয়ে আর্সেনালকে হারাল ম্যানইউ
গেল মৌসুমের হতাশাকে দূরে ঠেলে নতুন করে ছন্দে ফেরার আভাস দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত তিন ম্যাচে টানা জয় পাওয়া ইউনাইটেড কাল আর্সেনালের বিপক্ষেও দাপুটে জয় তুলে নিয়েছে।
গতকাল রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ম্যানইউ। দলের জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড। বাকিটি এসেছে অভিষিক্ত আন্তোনির পা থেকে।
মৌসুমে নিজেদের শুরুর ৫ ম্যাচেই জয় পেয়েছিল আর্সেনাল। উড়তে থাকা আর্সেনালকে শেষ পর্যন্ত মাটিতে নামাল ম্যানইউ।
ওল্ড ট্র্যাফোর্ডে এদিন ম্যাচের ৩৫ মিনিটের মাথায় লিড পায় ম্যানইউ। র্যাশফোর্ডের পাস বক্সের ভেতর পেয়ে ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন আন্তোনি। বাকি দুই গোল করেন র্যাশফোর্ড। মাঝে এক গোল করে ব্যবধান কমায় আর্সেনাল। কিন্তু আর ম্যাচে ফিরতে পারেনি তারা। ফলে বড় জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে টেন হাগের ম্যানইউ।
এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্সেনাল। সমান ১৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে। টটেনহ্যাম হটস্পার আছে তিনে। ১ পয়েন্ট কম নিয়ে চারে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ১২ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।