দারুণ কিছু রেকর্ডের হাতছানি রোনালদোর সামনে
এ বছর শুরুটা দারুণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাসের এই তারকা পেলেকে টপকে ক্লাব ও জাতীয় দল মিলে বিশ্বের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন। ব্রাজিলীয় কিংবদন্তি পেলে ৭৫৭টি গোল করেছেন। আর রোনালদোর মোট গোল ৭৫৮টি।
গোল ডটকমের খবরে জানা গেছে, গত রোববার উডিনেজকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। ম্যাচে জোড়া গোল করেই পেলেকে টপকে যান সিআর সেভেন। পরের ম্যাচে এসি মিলানের বিরুদ্ধে খেলবে জুভেন্টাস। সেখানে অস্ট্রিয়ার ফুটবলার জোসেফ বিকানকে স্পর্শ এবং টপকে যাওয়ার সুযোগ থাকছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সামনে। বিকানের ঝুলিতে আছে ৭৫৯টি গোল। তাঁকে টপকাতে পারলে রোনালদো হয়ে যাবেন ক্লাব ও জাতীয় দল মিলে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা।
চলতি বছর রোনালদোর সামনে একাধিক রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে :
সর্বোচ্চ আন্তর্জাতিক গোল : পতুর্গালের হয়ে ১৭০টি ম্যাচে ১০২টি আন্তর্জাতিক গোল করেছেন রোনালদো। সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হতে আর সাত গোল দূরে তিনি। ইরানের আলী দাই ১০৯টি আন্তর্জাতিক গোল করে সবার ওপরে রয়েছেন। রোনালদো পারেন এই রেকর্ড ভাঙতে।
ছয়টি চ্যাম্পিয়ানস লিগ জয়ের সুযোগ : রোনালদো এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ানস লিগ জিতেছেন। স্পেনের ফ্রান্সিসকো হেন্টোর সঙ্গে যুগ্মভাবে রোনালদো সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ানস লিগ জয়ের স্বাদ পেয়েছেন। এবার জুভেন্টাসের হয়ে জিততে পারলে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ানস লিগ জিতবেন তিনি।
চ্যাম্পিয়ানস লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিক : টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো হ্যাটট্রিক করেছেন নয়টি। এবার আরেকটি হ্যাটট্রিক করলেই রোনালদো হয়ে যাবেন চ্যাম্পিয়ানস লিগে সবচেয়ে বেশিবার হ্যাটট্রিক করা খেলোয়াড়।
তিন দেশের সর্বোচ্চ গোলদাতা : ইংল্যান্ডে ম্যানইউর হয়ে, স্পেনে রিয়ালের জার্সিতে রোনালদো সর্বোচ্চ গোলাদাতা হয়েছেন। এবার ইতালিতে জুভেন্টাসের হয়ে এই কাজ করতে পারলে তিন দেশের সর্বোচ্চ গোলদাতার অনন্য নজিরও গড়বেন তিনি।
উয়েফার সর্বোচ্চ গোলদাতা : রোনালদোর অধিনায়কত্বে ২০১৬ সালে পর্তুগাল প্রথমবার ইউরো কাপ জিতেছিল। ইউসেবিও-ফিগোর দেশকে ইউরোপ সেরার শিরোপা দিয়েছিলেন রোনালদো। এই মুহূর্তে মিশেল প্লাতিনির সঙ্গে তিনি ইউরোর আসরের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা। দুজনেরই নয়টি করে গোল। আর একটি গোল করতে পারলে রোনালদো পৌঁছে যাবেন সবার উপরে।