দারুণ কীর্তি গড়লেন এনামুল হক বিজয়
চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুণ সব সাফল্য পাচ্ছেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার এনামুল হক বিজয়। প্রায় প্রতি ম্যাচেই তাঁর ব্যাট থেকে রান আসছে। আজ বৃহস্পতিবার বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭৩ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন তিনি।
দারুণ এই হাফসেঞ্চুরিতে এনামুল হক বিজয় গড়েন নতুন একটি রেকর্ড। ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রান করার কীর্তি গড়েন তিনি। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৮৭৮ রান নিয়ে তিনি সবার ওপরে রয়েছেন। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটিই। ২০১৩ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পায় ঢাকার ক্রিকেটের এক সময়ের জনপ্রিয় আসরটি।
প্রিমিয়ার লিগে এত দিন এই রেকর্ডটি ছিল সাইফ হাসানের। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ৮১৪ রান করেছিলেন তিনি। সেই মৌসুমে মোহাম্মদ নাঈম রূপগঞ্জের হয়ে ৮০৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ ছিলেন।
এবার বিজয় যেন উড়ছেন। ১২ ম্যাচ খেলে সাতটি ফিফটি করেছেন। আর দুটি সেঞ্চুরি হাকান।
এদিকে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার আগে ২০০১ সালে মোহামেডানের কেনিয়ান স্টিভ টিকোলো ১,২২৭ রান গড়েছিলেন। আর ২০১১-১২ মৌসুমে ১৬ ইনিংসে ৯৫১ রান করেছিলেন মুশফিকুর রহিম।