দারুণ জয়ে টানা দশম শিরোপা ঘরে তুলল বায়ার্ন
বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত—এমন সমীকরণের ম্যাচে দারুণ ফুটবল উপহার দিল বায়ার্ন মিউনিখ। দাপুটে পারফরম্যান্সে জয় নিয়েই টানা দশমবারের মতো বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল শনিবার রাতে ম্যাচটিতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। দলের হয়ে গোল করেছেন সার্জিও জিনাব্রি, ববার্তো লেভানদোভস্কি ও জামাল মুসিয়ালা। আর প্রতিপক্ষের হয়ে জালের দেখা পেয়েছেন এমরে কান।
১৯৬৩ সালে বুন্দেসলিগা শুরুর পর থেকে এই নিয়ে ৩১ বার চ্যাম্পিয়ন হলো বায়ার্ন। আর সব মিলিয়ে জার্মানির লিগ ৩২ বার জিতল বায়ার্ন মিউনিখ।
লিগে চ্যাম্পিয়ন বায়ার্নের ৩১ ম্যাচে ২৪ জয় ও তিন ড্রয়ে পয়েন্ট হলো ৭৫। সমান ম্যাচে ডর্টমুন্ডের পয়েন্ট ৬৩। মূলত দুদলের মধ্যেই গত কয়েকদিন ধরে চলছিল শিরোপার লড়াই। শেষ পর্যন্ত কাল সব লড়াইয়ে জিতে শিরোপা নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি।