দারুণ বোলিংয়ের পর বৃষ্টিতে পণ্ড বাংলাদেশের ম্যাচ
অসাধারণ খেলছিলেন বাংলার মেয়েরা। বল হাতে আগুন ঝরিয়েছেন নাহিদা আক্তার। স্বাগতিক শ্রীলঙ্কাকে অল্পতে বেঁধে রাখার সম্ভাবনা তৈরি হয়েছিল। হয়তো রান তাড়া করতে নেমে ম্যাচটাও মুঠোয় পুরতে পারত বাংলাদেশ নারী দল। কিন্তু, বৃষ্টির বাগড়ায় তা আর হলো না।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। এর আগে ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে লঙ্কান নারীরা।
কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু। বল হাতে ইনিংসের প্রথম ওভারেই তাকে ভুল প্রমাণ করেন জাহানারা আলম। লঙ্কান ওপেনার হার্শিতা চামারাবিক্রমকে প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন জাহানারা। দ্বিতীয় উইকেটে গুণারত্নে (১১) ও আতাপাত্তু মিলে ৩২ রানে জুটি গড়ে প্রাথমিক ধাক্কা কাটান। গুণারত্নেকে ফেরান নাহিদা।
এরপর দ্রুতই ফিরে যান নিলাক্ষি ও ইমেশা দুলানি। বাকি ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে থাকলেও অধিনায়ক আতাপাত্তু টিকে থাকেন। বাংলাদেশি বোলারদের সাবলীলভাবে প্রতিরোধ করে ৩৭ বলে ৪৭ রানের ঝলমলে ইনিংস খেলেন আতাপাত্তু। ফারজানা হকের ক্যাচে পরিণত করে তাকে সাজঘরে ফেরান নাহিদা।
১১৭ রানে ষষ্ঠ উইকেট হারানোর জুটি গড়েন কাভিশ ধিলারি ও ওসারি রানাসিংহে। ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটির মাঝপথে বৃষ্টি হানা দিলে মাঠ ছাড়ে দুই দল। ধিলারি ৩০ ও রানাসিংহে অপরাজিত থাকেন ১৪ রানে।
বাংলাদেশের পক্ষে ৭ ওভারে ২ মেডেনসহ ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন নাহিদা। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পায় বাংলাদেশের নারীরা।
উইমেনস চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত সিরিজ এটি। নিজেদের দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচে দুইদলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়। এর আগে গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সর্বশেষ তিন ম্যাচে তিন পয়েন্ট পেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২ মে।