দারুণ মাইলফলকে রাঙালেন সাকিব
ছুটি কাটিয়ে জাতীয় দলে ফেরার উপলক্ষ্যটা দারুণ মাইলফলকে রাঙালেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে স্বীকৃত ক্রিকেটে ১০০০তম উইকেট শিকার করলেন সাকিব। এর আগে এই কীর্তি প্রথম গড়েছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।
অবশ্য আরও আগেই এই মাইলফলক ছুঁতে পারতেন সাকিব। ৯৯৭ উইকেট নিয়ে আইপিএলে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে পেয়েছেন কেবল দুটি উইকেট। মাঝে খেলা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষেও। সবমিলিয়ে ১০০০তম উইকেটের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
অবশেষে আজ রোববার শ্রীলঙ্কার বিপক্ষে অপেক্ষার অবসান হলো। কুশল মেন্ডিসকে নিজের ১০০০তম শিকার বানালেন বাংলাদেশি তারকা। লঙ্কানদের ইনিংসের ১৯ তম ওভারে ক্যাচ নিয়ে সাকিবকে উপলক্ষ্য রাঙাতে সাহায্য করেন মেহেদী হাসান মিরাজ।
মিরপুরে ম্যাচটিতে এরই মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। বল হাতে দাপট দেখাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। পাঁচ উইকেটের তিনটিই নিয়েছেন তিনি। একটি করে নিয়েছেন সাকিব ও মুস্তাফিজুর রহমান।
আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ছয় উইকেটে ২৫৭ রান করে বাংলাদেশ। তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ— তিনজনই পেয়েছেন হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৮৪ রান করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিক।