দারুণ রেকর্ড গড়লেন তামিম
এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুণ কিছু সাফল্য পেয়েছেন তামিম ইকবাল। যদিও তাঁর দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আসরে খুব একটা ভালো করতে পারেনি। তবে ব্যক্তিগতভাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক নতুন একটি অর্জন নিজের ঝুলিতে পুরেছেন।
তামিম লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার এই রেকর্ড গড়েন। ২০ সেঞ্চুরি ও ১০ হাজার রান করেন তিনি।
আজ মঙ্গলবার প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে চমৎকার সেঞ্চুরি করে এই কীর্তি গড়েন তামিম। এই তারকা ওপেনার এদিন ৮১ বলে নয় চার ও সাতটি ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন। আর সেঞ্চুরি পূর্ণ করেন ৭৭ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর ২০তম সেঞ্চুরি। যাতে ১৪টি শতক জাতীয় দলের হয়ে।
শুধু তাই নয়, লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ১০ হাজার রান করেন তিনি। ২৭৭ ম্যাচে এখন তাঁর সংগ্রহ ১০,০১২ রান। যাতে ৬২টি হাফসেঞ্চুরি রয়েছে। ১৫টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে এনামুল হক বিজয়।
অবশ্য রান সংগ্রহে তামিমের পর আছেন মুশফিকুর রহিম। ৩১৭ ম্যাচে ৯ হাজার ৭৭৬ রান করেন মুশফিক। ১৩টি সেঞ্চুরি ও ৬০টি হাফসেঞ্চুরি করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
তামিমের এই অর্জনের দিনে তাঁর দল প্রাইম ব্যাংক উড়িয়ে দিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে। ম্যাচে তামিমরা জিতেছেন ১০ উইকেটের বড় ব্যবধানে।
দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তামিম ও বিজয়। দুজন মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ২৩৪ রান। সেঞ্চুরির দেখাও পেয়েছেন দুজন। দুজনের অপরাজিত জুটিতে ১৪০ বল হাতে রেখে জয়ের নাগাল পেয়ে যায় প্রাইম ব্যাংক।