দারুণ সেঞ্চুরির পর যা বললেন লিটন দাস
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেন লিটন দাস। আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই সাফল্য নিজের ঝুলিতে পুরেন তিনি। অনেকদিন পর সেঞ্চুরি পেয়ে বেশ উচ্ছ্বসিত তারকা ব্যাটার।
আজ শুক্রবার ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় রান খরা কাটিয়ে ওঠা প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি রান খরায় ছিলাম না। ফরম্যাট ভিন্ন ছিল। নিউজিল্যান্ড সিরিজে ব্যাটে রান এসেছে। অনেক দিন পর ওয়ানডে ফরম্যাটে খেলছি তো। ফরম্যাটের ভিন্নতার কারণে জিনিসটা এমন মনে হচ্ছে।’
সাফল্যে উচ্ছ্বসিত হয়ে এই ওপেনার বলেন, ‘অবশ্যই উপভোগ করেছি। আমার লক্ষ্য ছিল টপ অর্ডার ব্যাটার হিসেবে অন্তত ৩৫ ওভার পর্যন্ত খেলা। যদি খেলতে পারি তাহলে ৮০ রানের বেশি হয়ে যাবে। চেষ্টা করেছি ইনিংস যতটা সম্ভব বড় করার। তাই সাফল্য এসেছে।’
মুশফিকুর রহিমের সঙ্গে বড় জুটি গড়া প্রসঙ্গে লিটন বলেন, ‘মুশফিক ভাইয়ের সঙ্গে ব্যাটিং করা সব সময় উপভোগ করি। ওনার সঙ্গে আমার আরো বেশ কিছু জুটি আছে। পরিকল্পনা ছিল অন্তত ৩০-৩৫ ওভার খেলা। এই মানসিকতা নিয়েই এগিয়েছি।’
চলতি বছরে প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে সিরিজেই নিজের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন ডানহাতি ব্যাটার। ১৩৬ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন তিনি।
লিটন এর আগে চারটি সেঞ্চুরি করেন। এর মধ্যে তিনটিই করেন জিম্বাবুয়ের বিপক্ষে। আর একটি করেন ভারতের বিপক্ষে ২০১৮ সালে।
২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেকের পর তাদেরই বিপক্ষে ২০১৮ সালে প্রথম সেঞ্চুরির দেখা পান লিটন। দুবাইতে সেবার ১২১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি।
পরে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে ১২৬ এবং ১৭৬ রানের ঝলমলে দুটি সেঞ্চুরি করেছিলেন লিটন। আর গত বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০২ রান করেছিলেন তিনি। এবার চট্টগ্রামে আরও উজ্জ্বলতা ছড়ালেন লিটন।