দিবালাকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
শেষ ভালো যার, সব ভালো তার। সেই শেষটাকে ভালোর রঙ্গে পুলকিত করতে প্রস্তুত যাদুকর লিওনেল মেসির দল। দিবালাকে সঙ্গে নিয়েই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ স্কোয়াড।
কাতার বিশ্বকাপে শেষ থেকেই শুরু হতে পারে আর্জেন্টিনার। কারণ খাতা-কলমে না হলেও অনুমেয় এটি মেসির শেষ বিশ্বকাপ। দলের সতীর্থরা চাইবেন মেসির অভিজ্ঞতার হাতে উঠুক এবারের শিরোপা।
সেই স্বপ্নে বিভোর কোচ লিওনেল স্কোলোনি। দলে অভিজ্ঞতার কোনো ঘাটতি রাখেননি। মেসি, দিবালা কিংবা দি মারিয়ার মতো চৌকস খেলোয়াড় নিয়ে সাজিয়েছেন স্কোয়াড। লক্ষ্য আরাধ্য জয়।
মেসি-স্কোলোনির পাশাপাশি মুখিয়ে আছে ফুটবল ভক্ত বাঙালি। কাপ নিবে আর্জেন্টিনা, উল্লাস হবে গগনবিদারী। সে অপেক্ষাকে রূপ দিতে মাঠে প্রস্তুত থাকবেন-
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেস্সেইয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ।
মিডফিল্ডার : রদ্রিগো দে পল, লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তের, গিদো রদ্রিগেস, আলেহান্দ্রো গোমেস, এনসো ফের্নান্দেস, এসেকিয়েল পালাসিওস।
ফরোয়ার্ড : আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, পাওলো দিবালা, নিকোলাস গনসালেস, হোয়াকিন কোররেয়া, লিওনেল মেসি।