দিল্লির অনুশীলনে কেন শাস্তি পেলেন মুস্তাফিজ?
আইপিএলে সময়টা ভালো কাটছে না দিল্লি ক্যাপিটালসের। পাঁচ ম্যাচের সবগুলোতে হেরে আছে পয়েন্ট টেবিলের তলানিতে। আর দুটো ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত হবে। দলের মতোই মাঠের খেলায় বিবর্ণ মুস্তাফিজুর রহমানও। প্রথম তিন ম্যাচে তাকে খেলায়নি দিল্লি। পরের দুই ম্যাচ খেললেও ভালো করতে পারেননি মুস্তাফিজ।
মাঠের ক্রিকেটে সময় খারাপ গেলেও দলকে অনুপ্রাণিত করছেন দিল্লির ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিংরা। তাতে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল দলকে। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) নিজেদের অনুশীলনে দুই দলে ভাগ হয়ে মজার একটি খেলা খেলেন দিল্লির ক্রিকেটাররা। ‘টার্গেট হিটিং চ্যালেঞ্জ’ নামে সেই খেলার নিয়ম হলো, ক্রিকেট বল দিয়ে নির্দিষ্ট দুরত্বে থাকা রাগবি বলকে হিট করতে হবে।
টিম সরফরাজ ও টিম অভিষেক নামে ভাগ হয়ে খেলায় অংশ নেয় তারকারা। মুস্তাফিজ খেলেন সরফরাজের দলে। মুস্তাফিজরা হার মানেন ৭-১ পয়েন্টে। আগেই বলে দেওয়া ছিল, হেরে যাওয়া দলের সদস্যরা শাস্তি হিসেবে ২০ টি করে পুশ আপ দেবে। মুস্তাফিজের টিম সরফরাজ হেরে যাওয়ার পর তাদের শাস্তি নিশ্চিতের দায়িত্ব নেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। যদিও হাসিখুশিভাবেই শাস্তি পূর্ণ করেন সবাই।
আইপিএলে টিকে থাকার লড়াইয়ে দিল্লির পরবর্তী ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) কলকাতার বিপক্ষে।