দিল্লির হ্যাটট্রিক হারের পর ওয়ার্নারকে কড়া বার্তা
আইপিএলের চলতি আসরে চরম দুর্দশায় দিল্লি ক্যাপিটালস। এরই মধ্যে তিন ম্যাচ খেলেও জয় অধরা মুস্তাফিজদের। এই হ্যাটট্রিক হারের জন্য দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিয়ে কড়াভাবে সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। দিল্লি অধিনায়ককের খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
এবারের আসরে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে দিল্লি। পরের ম্যাচেও মেলেনি জয়ের দেখা। শেষ তৃতীয় ম্যাচে তো রাজস্থান রয়্যালসের কাছে তো ভয়াবহভাবে ধরাশয়ী হয়। হেরে যায় ৫৭ রানে।
দলের হারের ম্যাচে ৬৫ রানের ইনিংস খেলেও সমালোচনার মুখে পড়তে হয় ওয়ার্নারকে। কারণ, তার এই ইনিংসটি আসে ৫৫ বলে। তার এমন খেলার ধরন দেখে বিরক্ত হয়ে শেবাগ জানিয়েছেন–এভাবে খেললে আইপিএলে আসার দরকার নেই।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক ভিডিওতে শেবাগ বলেছেন, ‘এখন ওয়ার্নারকে ইংরেজিতে বলার সময় এসেছে, যাতে সে বুঝতে পারে এবং আঘাত পায়। ডেভিড, যদি তুমি শুনে থাকো, তাহলে দয়া করে ভালো খেলো। ২৫ বলে ৫০ করো।জয়সোয়ালের কাছ থেকে শেখো, সে ২৫ বলে ফিফটি করেছে। আর সেটি যদি করতে না পারো, তাহলে আইপিএলে খেলতে এসো না।’
ভারতীয় তারকা আরও বলেছেন, ‘৫৫-৬০ রান করার চেয়ে যদি ৩০ রানেই ডেভিড আউট হয়ে যেত, দলের জন্য ভালো হতো। রোভম্যান পাওয়েল ও ঈশান পোরেলের মতো খেলোয়াড়েরা আরও আগে নামতে পারত, হয়তো কিছু করতে পারত। তারা দলের বিগ হিটার, কিন্তু তাদের জন্য বল বাকি ছিল না।’
১০ দলের আইপিএলে এখন পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি দিল্লি ও মুম্বাই ইন্ডিয়ান্স। এর মধ্যে দিল্লি এক ম্যাচ বেশি খেলেছে। তাই পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তলানিতে। জয়হীন দুদলই নিজেদের পরের ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। আগামীকাল দিল্লির ঘরের মাঠে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।