দুঃসময়ে কোহলির পাশে ফাফ ডু প্লেসি
খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ব্যর্থতার পর আইপিএলেও হাসছে না তাঁর ব্যাট। টানা ব্যর্থতার বৃত্তে আটকে থাকা কোহলির পাশে দাঁড়ালেন তাঁর আইপিএল দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক জানালেন, গ্রেট ক্রিকেটারদের এমন বাজে সময় আসতেই পারে। প্রোটিয়া তারকার বিশ্বাস, এই দুঃসময়ে কাটিয়ে ঠিক ছন্দে ফিরবেন কোহলি।
টানা দুই ম্যাচে গোল্ডেন ডাকে আউট হওয়ার পর গতকাল মঙ্গলবারও ভালো করতে পারেননি কোহলি। এদিন জায়গা বদলে ওপেনিংয়ে নামেন তিনি। তাতেও লাভ হয়নি। শূন্য রানে না আউট হলেও ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। ম্যাচটিতে তাঁর দলও রাজস্থানের কাছে হেরেছে ২৯ রানে।
ম্যাচ শেষে কোহলির প্রসঙ্গে ডু প্লেসি বলেন, ‘আমরা আজকে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছি এবং চেষ্টা করেছি যেন তারা ইতিবাচকভাবে খেলার চেষ্টা করতে পারে। কোহলির মতো একজন খোলসে ঢুকে যেতে পারেন না। গ্রেট ক্রিকেটারদের এরকম বাজে সময় আসে। আমরা চেয়েছি, সে যেন মাঠের বাইরে বসে খেলা নিয়ে বাড়তি ভাবার সময় না পায়। ক্রিকেট খেলাটা হয়ই আত্মবিশ্বাসের ওপর।’
কোহলির ওপর আস্থা রেখে ডু প্লেসি আরো বলেন, ‘কোহলির ফর্ম যেমনই হোক, সে গ্রেট ক্রিকেটার। আগেও অনেকবার এরকম চড়াই-উৎরাইয়ের অভিজ্ঞতা তার হয়েছে। তাকে আমি কাছ থেকে দেখেছি। মানসিকভাবে সে যথেষ্ট চাঙা আছে এবং এখান থেকে সে অবশ্যই ঘুরে দাঁড়াবে।’
দুই বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো শতক পাননি কোহলি। চলমান আইপিএলেও এখন পর্যন্ত দেখা পাননি কোনো হাফসেঞ্চুরির। আইপিএলে প্রথম ম্যাচে ৪১ রান করেছেন কোহলি। চতুর্থ ম্যাচে করেছেন ৪৮ রান। এ ছাড়া বাকি সাত ম্যাচে করেছেন মাত্র ৩৯ রান। আর গতকালের ৯ রানের আগের দুই ম্যাচে প্রথম বলেই বিদায় নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার।