দুই দশক পর গ্রুপ পর্ব থেকে বার্সেলোনার বিদায়
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বার্সেলোনা। গতকাল বুধবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে ০-৩ গোলে হেরে ইউরোপ সেরা আসর থেকে ছিটকে পড়ে তারা। দুই দশক পর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বার্সেলোনা।
বায়ার্নের বিপক্ষে ম্যাচে বার্সেলোনাকে কখনোই শক্তিশালী মনে হয়নি। ম্যাচের ৩৪ মিনিটে গোল খায়ে বসে কাতালান ক্লাবটি। বায়ার্নের হয়ে রবার্ট লেয়নডস্কির ক্রস থেকে হেডে গোলটি করেন থমাস মুলার। ৪৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান লেরোয় সানে। দুরন্ত শটে পরাস্ত করেন বার্সেলোনার গোলরক্ষক টার স্টেগানকে। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে লিওনেল মেসির সাবেক ক্লাব।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা ঘুরে দাঁড়াতে পারেনি। ৬২ মিনিটে আরও একটি গোল খেয়ে বসে তারা। এবার গোলটি করেন বায়ার্নের জামাল মুসিয়ালা। তিন গোলে পিছিয়ে পড়ে বার্সা।
পুরো ম্যাচে বার্সা মাত্র দুবার প্রতিপক্ষের গোলের মধ্যে শট করতে পেরেছে। কিন্তু ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করতে পারেননি তারা।
‘ই’ গ্রুপের অন্য ম্যাচে ডায়নামো কিভকে ২-০ গোলে হারিয়ে দেয় বেনফিকা। এই জয়ের ফলে গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে তারা। বায়ার্নের সঙ্গে এই গ্রুপ থেকে পরের পর্বে যাচ্ছে পর্তুগালের এই ক্লাব।
‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় খেলা আগেই নিশ্চিত হয়েছিল তাদের। গতকাল রাতে তারা মুখোমুখি হয় ইয়ং বয়েজের সঙ্গে। এর আগে প্রথম পর্বে ম্যানচেস্টারকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল তারা। দ্বিতীয় দেখায়ও অপরাজিত রইল সুইজারল্যান্ডের ক্লাবটি।