দুই বছর পর বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে উয়েফা
সাধারণত চার বছর পর আয়োজন হয়ে থাকে বিশ্বকাপ ফুটবল। এবার দুই বছর পর আসরটি আয়োজনের প্রস্তাব দিয়েছে ফিফা। এ বছর মে মাসে এমন প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে মত দিচ্ছেন।
গার্ডিয়ানের খবরে জানা গেছে, গত বুধবার উয়েফার কংগ্রেসে ফিফার এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। ২০২৮ সালের পর থেকে দুবছর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেয় ফিফা। কিন্তু উয়েফা এই প্রস্তাবের বিপক্ষে।
উয়েফা মনে করছে, দুই বছর পর বিশ্বকাপ আয়োজন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপের ক্লাবগুলো। আর্থিক ক্ষতির মুখে পড়বে উয়েফাও। এই ভাবনা কার্যকর করতে গেলে আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারই বদলে ফেলতে হবে। বিশ্বকাপ বাছাই পর্বের সময় কমে যাবে।
তাই ফিফার প্রস্তাবে রাজি নয় উয়েফা। চার বছর পর বিশ্বকাপের যে আকর্ষণ তৈরি করে, দুবছর পর বিশ্বকাপ হলে সেটা থাকবে না। ফুটবলারদের বিশ্রামের সুযোগ কমে যাবে। বিশ্বকাপের জনপ্রিয়তা কমে যেতে পারে। তাই ফিফার এই পরিকল্পনার বিপক্ষে উয়েফা।
এদিকে ফিফার ওয়েব সাইটের জরিপে দেখা যায় বেশির ভাগ ভক্ত দুই বছর পর বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছেন। ওই জরিপে ১৫ হাজার ফুটবলপ্রেমী অংশ নেন।
এর মধ্যে ৫৫ শতাংশই বিশ্বকাপ আয়োজনের সময় চার বছর থেকে কমিয়ে আনার পক্ষে। ৩০ শতাংশ ভোটার দুই বছর পর বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছেন। প্রতি বছর বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছে ১১ শতাংশ এবং ১৪ শতাংশ তিন বছর পর বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দেয়।