দুই বছর পর বিশ্বকাপ আয়োজন হলে লাভবান হবে ফিফা
চার বছরের পরিবর্তে দুই বছর পর বিশ্বকাপ আয়োজন হলে সদস্য দেশগুলো লাভবান হবে বলে দাবি করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এখনো আশাবাদী ইউরো ও দক্ষিণ আমেরিকান সংস্থার আপত্তির পরও এই পরিকল্পনায় তিনি সফল হবেন।
ইএসপিএনের খবরে জানা গেছে, আগামী বছর ৩১ মার্চ ফিফার পরবর্তী কংগ্রেসে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। গত সোমবার ফিফার ভার্চুয়াল সম্মেলনের পর ইনফান্তিনো এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এই সম্মেলনে দুই বছর পর বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা হয়।
ফিফা এ সংক্রান্ত দুটি নিরীক্ষা প্রকাশ করে। যেখানে দাবি করা হয়, বিশ্বকাপ যদি প্রতি দুই বছর পর আয়োজন হয় বিশ্ব জুড়ে ফুটবলের আর্থিক পরিস্থিতির বিশাল পরিবর্তন হবে। বাড়তি ৪.৪ বিলিয়ন মার্কিন ডলার আয় হবে। গেট মানি, মিডিয়া স্বত্ব ও পৃষ্ঠপোষক অর্থ ৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১১.৪ বিলিয়ন হবে।
অবশ্য ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সম্প্রতি দাবি করে, চার বছরের পরিবর্তে বিশ্বকাপ যদি দুই বছর পর হয় তবে আড়াই থেকে তিন বিলিয়ন ইউরো ক্ষতি হতে পারে ফিফার। যদিও ফিফা দাবি করছে আয় বাড়বে।
১৯৩০ সালে প্রথমবার বিশ্বকাপ আয়োজনের পর থেকে মাত্র আটটি দেশ এখন পর্যন্ত বিশ্বকাপ জিতেছে। ইউরোপা ও দক্ষিণ আমেরিকার বাইরের কোনো দেশ এখনো বিশ্বকাপ জিততে পারেনি। আগামী বছর কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রায় অর্ধেক দলই থাকবে এই দুই কনফেডারেশনের। কাতার বিশ্বকাপে ৩২ দল অংশ নিচ্ছে। অবশ্য ২০২৬ সাল থেকে ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন হবে।