দুই শ্রীলঙ্কান ক্রিকেটার করোনায় আক্রান্ত
আর কদিন বাদে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরের আগে লঙ্কান দলে লেগেছে ধাক্কা। প্রস্তুতি ক্যাম্পের প্রাথমিক দলে থাকা দুই শ্রীলঙ্কান ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের বাংলাদেশ সফরে আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি এফটির খবরে জানা গেছে, করোনায় আক্রান্ত শ্রীলঙ্কা জাতীয় দলের দুই ক্রিকেটার হলেন ধনাঞ্জয়া লক্ষ্মণ ও ঈশান জয়রত্নে। দুজনকেই এখন কোয়ারেন্টিনে যেতে হচ্ছে।
এদিকে এই সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছিলেন ক্রিকেটাররা। প্রথম দফা অনুশীলন শেষে ঈদের ছুটিতে যাচ্ছেন ক্রিকেটাররা। আগামী ১৮ মে শুরু হবে দ্বিতীয় দফার অনুশীলন। গতকাল রোববার প্রথম দফার শেষ দিনে অনুশীলনে বেশিরভাগ ক্রিকেটার অনুশীলনে ছিলেন। অনুশীলনে প্রথম দিকে ছিলেন ১৩ ক্রিকেটার। কাল মুশফিক-লিটনসহ শ্রীলঙ্কা সফরের ৬ ক্রিকেটার যোগ দেন। তবে অনুশীলনে যোগ দেননি তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার। আর সাকিব-মুস্তাফিজ আছেন কোয়ারেন্টিনে।
আগামী ১৬ মে ঢাকায় পৌঁছার কথা শ্রীলঙ্কা দলের। তারা তিনদিন রুম কোয়ারেন্টিনে থাকবেন। ১৯ মে থেকে তাদের অনুশীলনে নামার কথা।
২৩ মে সিরিজের প্রথম ওয়ানডে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডে। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।