দুবাই গেলেন জাহানারা-রুমানা
আগামীকাল রোববার থেকে দুবাইয়ে শুরু হতে যাচ্ছে আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশের জাহানারা আলম ও রুমানা আহমেদ এই টুর্নামেন্টে খেলবেন তা নিশ্চিত হয়েছে আগেই। এই টুর্নামেন্টে খেলতে আজ শনিবার ঢাকা ছেড়ে গেছেন দুই নারী ক্রিকেটার।
আজ সকাল ৮টার দিকে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন জাহানারা-রুমানা। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন দুই ক্রিকেটরা।
বিসিবি সূত্রে জানা গেছে, এই দুই নারী ক্রিকেটারকে দুবাইয়ের টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি।
আগামী ১-১৫ মে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে খেলবে ছয়টি দল। ম্যাচ থাকবে ১৯টি। ৩০টি দেশের নারী ক্রিকেটাররা এই আসরে খেলবেন।
বাংলাদেশের দুই ক্রিকেটার কোন দলে খেলবেন তা ঠিক হয়েছে। জাহানারা টিম ফ্যালকনে এবং রুমানা খেলবেন বার্মি আর্মি দলে।