দুর্দান্ত এনামুল, আবাহনীর অসহায় আত্মসমর্পণ
শেরেবাংলার উইকেটে জয়ের জন্য পাড়ি দিতে হবে ২৭৪ রানের কঠিন লক্ষ্য। জবাব দিতে নেমে লক্ষ্য ছোঁয়া তো দূরের কথা, লড়াইও জমাতে পারেনি আবাহনী লিমিটেড। স্কোরবোর্ডে ৩৫ রান তুলতেই তাদের নেই ৫ উইকেট। ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত প্রাইম ব্যাংকের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে আবাহনী লিমিটেড।
আজ সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের কাছে ১৪২ রানে হেরেছে আবাহনী লিমিটেড। প্রাইম ব্যাংকের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয়ের ব্যাট আজও হেসেছে। পুরো লিগে দারুণ ছন্দে উঠড়ে থাকা এনামুল আজ উপহার দিয়েছেন ৭৭ রানের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ বলে ৭৭ করেন এনামুল। এ ছাড়া মোহাম্মদ মিঠুন করেন ৫৯ বলে ৪৪ রান। ইয়াসিরের ব্যাট থেকে আসে ৪৩ রান।
আবাহনীর পক্ষে বল তিন উইকেট নিয়ে সেরা বোলার হন ধনাঞ্জয়া ডি সিলভা। দুই উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আবাহনী। সেখান থেকে আর বের হতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ১৩১ রানে গুটিয়ে প্রাইম ব্যাংকের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
রান তাড়ায় এক সৈকত ছাড়া সবাই নড়বড়ে ছিলেন। শুধু সৈকতই খেলেছেন ৬৫ রানের ইনিংস। লিটন দাস করেছেন ২৩ রান। বাকিরা শুধু উইকেটে আসা-যাওয়ার মিছিলে ছিলেন।
এ জয়ের মাধ্যমে চলতি লিগে ১৪ পয়েন্ট নিয়ে আবাহনীকে ছুঁয়ে ফেললো প্রাইম ব্যাংক। ১১ ম্যাচে দুই দলেরই সমান ৭টি করে জয়।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২৭৩/৯ (এনামুল ৭৭, শাহাদাত ৩৮, মুমিনুল ৮, মিঠুন ৪৪, নাসির ৬, ইয়াসির ৪৩, শামসুর ০, শেখ মেহেদি ৩৪*, তাইজুল ২, রেজাউর ২, রকিবুল ৬*; সাইফ উদ্দিন ১০-০-৩৫-২, সানি ৫-০-৩৭-১, শহিদুল ৯-০-৬০-১, তানভির ১০-০-৫৩-১, ধনাঞ্জয়া ১০-০-৫৭-৩, মোসাদ্দেক ৬-০-২৮-১)
আবাহনী : ৩২.৪ ওভারে ১৩১ (জাকের ০, লিটন ২৩, শান্ত ৪, ধনাঞ্জয়া ০, আফিফ ৫, সাইফ উদ্দিন ১১, মোসাদ্দেক ৬৫, শামীম ৪, শহিদুল ১, তানভির ৭, সানি ২*; রকিবুল ৬-১-১৮-৩, শেখ মেহেদি ৭.৪-২-১৯-২, তাইজুল ৭-০-৪২-২, নাসির ১০-১-৩৩-৩, রেজাউর ২-০-১৮-০)।
ফল: প্রাই ব্যাংক ক্রিকেট ক্লাব ১৪২ রানে জয়ী।