দুর্দান্ত খেলেও কেন টি-টোয়েন্টি দলে নেই তানভীর?
আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যেই টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন। তাও কেন আয়ারল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দলে তার জায়গা হয়নি। এই প্রশ্নের উত্তর নেই নির্বাচকদের কাছেও।
কোন বিবেচনায় মাত্র এক ম্যাচ খেলিয়েই তানভীরকে দল থেকে বাদ দেওয়া হলো। এই প্রশ্নটিই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট ভক্তদের মনে। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। প্রথম দুই টি-টোয়েন্টিতে সুযোগ না পেলেও শেষ টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন।
২ ওভার বল করে ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেটও। নিজের অভিষেক ম্যাচে তানভীরের পারফরম্যান্সকে খারাপ বলার সুযোগ নেই। এরপর আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়াদের তালিকায় তার নাম। কিন্তু কেন, এই প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বাদ পড়াদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে নান্নু জানান, আমরা এই সিরিজের তরুণ কিছু ক্রিকেটারদের পরীক্ষা করে দেখতে চাই। যারা বাদ পড়েছে তারা আমাদের চোখের আড়াল হবে না। আর যারা এই সিরিজে দলে আছে, তাদের জন্য বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই রিশাদকে দলে নেওয়া। টিম ম্যানেজমেন্ট একজন লেগ স্পিনারের কথা আমাদের বলেছে, সেই হিসেবেই তাকে দলে রাখা।
সর্বশেষ বিপিএলে বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন তানভীর। কুমিল্লার শিরোপা জয়ে সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব। ১৭ উইকেট নিয়ে হাসান মাহমুদের সঙ্গে যৌথভাবে জিতেছেন সর্বোচ্চ উইকেটশিকারীর পুরস্কার। এমন পারফরম্যান্সের পরও যদিও দলে জায়গা না হয় তানভীরের, তাহলে নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন তানভীর।