দুর্দান্ত জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা
দুর্দান্ত ফুটবল বলতে যা বোঝায়, মরুর বুকে সেটাই দেখালেন আর্জেন্টিনার ডি মারিয়া-লিওনেল মেসিরা। সংযুক্ত আরব আমিরাতকে ৫ গোলে উড়িয়ে দুর্দান্ত প্রস্তুতি পর্ব সেরে নিল আর্জেন্টিনা।
আজ বুধবার আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে আর্জেন্টিনা-সংযুক্ত আরব আমিরাত ম্যাচটি অনুষ্ঠিত হয়। এটি বিশ্বকাপের আগে মেসিদের শেষ প্রস্তুতি। ৫-০ গোলের ব্যবধানে জিতে ভালো কিছুর বার্তা দিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
এদিন ম্যাচের ১৬ মিনিটে হুলিয়ান আলভারেস প্রথম গোল করেন। তাকে সহায়তা করেন মেসি। অ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বলে মেসি সরাসরি গোলে কিক না করে আলভারেসকে পাস দেন। এমন সুযোগ পেয়ে কাজে লাগান আলভারেস।
২৪ মিনিটে আর্জেন্টিনা পায় দ্বিতীয় গোলের দেখা। এবার নায়ক ডি মারিয়া। গোলটিতে সহায়তা করেন মার্কোস আকুনিয়া।
৩৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন ডি মারিয়া। এবার গোল করতে সহায়তা করেন আলেক্সিস মাক আলিস্তের। আমিরাতের চারজন খেলোয়াড়কে বোকা বানিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে বল জড়ান মারিয়া।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক দুইমিনিট আগে গোলের দেখা পান লিওনেল মেসি। ডি মারিয়ার বানিয়ে দেওয়া বলটি জালে ঢোকাতে মেসির বিন্দুমাত্র বেগ পেতে হয়নি।
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন আর্জেন্টাইন অ্যাটাকার হোয়াকিন কোররেয়া। তাকে সহযোগিতা করেন রদ্রিগো দে পল।
তুলনামূলক দুর্বল দল সংযুক্ত আরব আমিরাত কম চেষ্টা করেনি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউ। দলের হয়ে কায়ো কেনেদি কারেয়ি অনেক চেষ্টা করেছিলেন। ব্রাজিলে জন্ম নেওয়া আমিরাতের এই ফুটবলারকে শেষ পর্যন্ত গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল।
এ ছাড়া ২৭ নভেম্বর রাত ১টায় মেক্সিকো এবং ১ ডিসেম্বর একই সময়ে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।