দুর্দান্ত জয়ে শীর্ষে রিয়াল
বিরতির পর গোল খেয়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে, শেষ পর্যন্ত রিয়ালকে পয়েন্ট হারাতে দেননি করিম বেনজেমা ও ভিনিসিউস জুনিয়র। দুজনে মিলে গোল করে রিয়াল মাদ্রিদকে দুর্দান্ত জয় উপহার দিয়েছেন।
গতকাল রোববার রাতে মেস্তায়া স্টেডিয়ামে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের মাধ্যমে অ্যাথলেটিকো মাদ্রিদকে সরিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল কার্লো আনচেলত্তির দল। চার জয় ও এক ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১৩। অন্যদিকে, অ্যাথলেটিকোর পয়েন্ট ১১। তারা এখন আছে দুই নম্বরে। ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে ভ্যালেন্সিয়া।
এদিন আক্রমণ ও লড়াইয়ে দুদলই ছিল দারুণ। ৬২ ভাগ সময় বল দখলে রেখে রিয়াল শট নেয় ১৮টি, যার ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ভ্যালেন্সিয়ার ১২ শটের চারটি ছিল লক্ষ্যে যাওয়ার মতো।
আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচটিতে ৬৫ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। নিজেদের ভুলে ডান দিক আসা ক্রস ঠেকাতে গিয়ে এলোমেলো করে ফেলেন ভাসকেস। তাঁর মাথায় লেগে বল চলে যায় ফাঁকায় দাড়ানো দুরোর পায়ে। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে দলকে এগিয়ে দিলেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।
পিছিয়ে পড়া ম্যাচে এক পর্যায়ে হারের শঙ্কায় পড়ে যায় রিয়াল। তবে, শেষ পযন্ত অঘটন হয়নি। ৮৬তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। বাঁ-দিক থেকে অরক্ষিত ভিনিসিউসের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
আর, শেষ দিকে জয়সূচক গোল করেন বেনজেমা। বাঁ থেকে ভিনিসিউসের দারুণ ক্রসে লাফিয়ে হেড করার চেষ্টা করেন বেনজেমা। পারেননি মাথা ছোঁয়াতে; তবে তাঁর কাঁধে লেগে ঠিকই বল চলে যায় ঠিকানায়।
আগের দিন আথলেতিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। এবার চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে চূড়ায় ফিরল রিয়াল।