দুর্দান্ত সাইফউদ্দিনে জিতল আবাহনী
ব্যাটিংয়ে মন্থর গতিতে রান তোলার পাশাপাশি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আবাহনী লিমিটেড। সেখান থেকে দলকে উদ্ধার করলেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাত্র ১৯ বলে খেললেন ৪০ রানের অসাধারণ ইনিংস। সঙ্গে অবদান রেখেছেন বোলিংয়েও। সাইফউদ্দিনের অলরাউন্ডিং পারফরম্যান্সে ওল্ড ডিওএইচএসকে হারিয়েছে আবাহনী লিমিটেড।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ২২ রানে জিতেছে আবাহনী লিমিটেড। দলের পক্ষে সর্বোচ্চ রান করার পাশাপাশি বল হাতেও ছন্দে ছিলেন সাইফউদ্দিন। চার ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন তিনি। ফলে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বাগড়া দিলে ম্যাচের দৈর্ঘ্য এক ওভারে কমিয়ে দেওয়া হয়। নির্ধারিত ১৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে আবাহনী। তিন ছক্কা ও দুই বাউন্ডারিতে ১৯ বলে ৪০ করেন সাইফুদ্দিন।
এদিন চোটের কারণে আবাহনীর একাদশে ছিলেন না লিটন দাস। টসে ব্যাট করতে নামা আবাহনীর শুরুটাও ভালো হয়নি খুব একটা। মন্থর গতিতে খেলা নাঈম শেখ ২১ বলে ২৩ রান করেন। মুনিম করেন ১৩ বলে ১৬ রান। নাজমুল হোসেন শান্তকেও ছন্দে পাওয়া যায়নি। ১০ বলে ১১ রান করেন তিনি। বোল্ড হয়ে ব্যর্থ হয়ে ফেরেন মুশফিকুর রহিমও। চরম চাপের মুখে থাকা দলকে শেষ মুহূর্তে লড়াইয়ের পুঁজি এনে দেন সাইফউদ্দিন।
১৩৬ রানের লক্ষ্যে নেমে নবম ওভার পর্যন্ত টিকেছিল ওল্ড ডিওএইচএসের উদ্বোধনী জুটি। কিন্তু জুটি টিকলেও রান আসেনি সেভাবে। ধীর গতিতে রান এসেছে স্কোরবোর্ডে। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে জয়েছে ওল্ড ডিওএইচএসকে। নির্ধারিত ওভারে ১১৩ রানে থেমে যায় ওল্ড ডিওএইচএস। ২৭ বল খেলে ২০ রান করে আউট হন আনিসুল ইসলাম ইমন।
আরেক ওপেনার রাকিন আহমেদ ৪৪ বলে ৪৩ রান করে সাইফুদ্দিনকে স্কুপ করতে গিয়ে হন বোল্ড। এ ছাড়া ১৯ রান করেন রায়হান রহমান।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী: ১৯ ওভারে ১৩৫/৬ (নাঈম ২৩, মুনিম ১৬, শান্ত ১১, মুশফিক ৬, আফিফ ২৭*, মোসাদ্দেক ৮, সাইফ উদ্দিন ৪০, শহিদুল ০*; মোহাইমিনুল ৪-০-২৫-২, রশিদ ৪-০-৩০-১, রকিবুল ৩-০-১০-২, পায়েল ২-০-২৮-০, মোহাম্মদ শান্ত ৪-০-১৫-০, রায়ান ১-০-৯-০, আনিসুল ১-০-১৮-১)।
ওল্ডডিওএইচএস: ১৯ ওভারে ১১৩/৩ (আনিসুল ২০, রাকিন ৪৩, মাহমুদুল ১৫, মোহাইমিনুল ১০*, রায়ান ১৯*; সাইফ উদ্দিন ৪-০-১৫-১, আরাফাত সানি ৪-০-১৩-১, তাইজুল ৪-০-২৯-০, মেহেদি রানা ৩-০-২০-০, শহিদুল ২-০-২৫-১, মোসাদ্দেক ২-০-১০-০)।
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে আবাহনী ২২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ সাইফউদ্দিন।