দুর্দিনে একটি সুসংবাদ পেলেন নাসির
ব্যক্তিগত জীবনে খারাপ সময় পার করছেন ক্রিকেটার নাসির হোসেন। ডিভোর্স ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি যে বিয়ে করেছেন সেটি অবৈধ বলে প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এমন দুঃসময়ের মাঝেই একটি ভালো খবর পেয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের জন্য ফিটনেস পরীক্ষা দিয়ে পাশ করেছেন নাসির।
গতকাল শনিবার মিরপুরে ‘ইয়ো ইয়ো টেস্ট’ দিয়েছেন নাসির। আশার খবর হলো, ফিটনেস টেস্টে এবার প্রথমবারেই পাশ করেছেন তিনি। জানা গেছে ভালো স্কোর করেছেন তিনি।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে বিপ টেস্টে নাসিরের স্কোর ৯.২ আসে। করোনার ধাক্কা সামলে ২০২০ সালের নভেম্বরে মাঠে গড়ায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ওই বিপ টেস্টে নাসিরের সর্বনিম্ন ৮.৫ স্কোর আসে। সেবার টি-টোয়েন্টি ড্রাফটেও তাঁকে রাখেননি নির্বাচকরা। তবে ফিটনেস টেস্টের ধাক্কা এবার সহজেই উতরে গেছেন নাসির। পাশ করেছেন প্রথম পরীক্ষাতেই। শুধু নাসির নন, এবারের ফিটনেস টেস্টে মোটামুটি সবাই ভালো করেছেন।
জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘এবার কেউ খারাপ করেনি। লক্ষ্যের চেয়ে ওপরে আছে সবার নম্বর। এটা ইতিবাচক দিক। আগে দেখা যেতো অনেকে ভালো করছে না বা ফিটনেস ভালো নয় দেখে বাদ পড়ছে। আমার মনে হয় না এবার ওরকম কোনো পরিস্থিতিতে পড়তে হবে।’