দূরে থাকায় সাকিব-শিশিরের বন্ধন নাকি শক্ত হয়েছে
প্রায় সময়ই বিভিন্ন সাক্ষাৎকারে পরিবারের থেকে দূরে থাকার কষ্টকর স্মৃতি শেয়ার করেন সাকিব আল হাসান। সময় পেলেই তিনি ছুটে যান যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। এটা নিয়ে অনেক সমালোচনা শুনতে হলেও খুব একটা গায়ে মাখেন না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। খেলার বাইরে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন তিনি।
২০১২ সালে যুক্তরাষ্ট্র প্রবাসি উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব। তিন সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রেই থিতু হয়েছে তাঁর পরিবার। সম্প্রতি সন্তানদের নিয়ে বাংলাদেশে এসেছেন সাকিবের স্ত্রী।
সাকিব এই মুহূর্তে মাঠের খেলায় ব্যস্ত হলেও তাঁর স্ত্রী শিশির দেখছেন ব্যবসার বিভিন্ন দিক। এর মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশির জানালেন, সাকিবের কাছ থেকে দূরে থাকা তাঁর মেয়েদের জন্য কতটা কঠিন। তবে দূরে থাকায় তাঁর সঙ্গে সাকিবের সম্পর্ক আরো শক্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন শিশির।
সাংবাদিকদের শিশির বলেন, ‘দিন শেষে আমরা দুজনে একসঙ্গে সব সিদ্ধান্ত নেই। খেলা হোক বা ব্যবসা হোক, জীবনের যেকোনো সিদ্ধান্ত আমরা একসঙ্গে নিতেই পছন্দ করি। কোনো কিছু করার আগে আমাদের দুজনের মধ্যে আগে আলোচনা হয়। খেলার কারণে ওর অনেক দূরে থাকতে হয়। এটা আমাদের মধ্যে সম্পর্ক আরো শক্ত করেছে। দূরে থাকার কারণে অনুভূতিটাও আরো বেশি। আমরা সবসময় নিজেদের সময়গুলো উপভোগ করার চেষ্টা করি।’
এর পর মেয়েদের কথা উল্লেখ করে শিশির বলেন, ‘আমরা দুজন দুজনকে প্রতিদিন, প্রতি মুহূর্ত মিস করি। বিশেষ দিনে বাচ্চারা বাবাকে অনেক মিস করে। বড় মেয়ে আলাইনা এখন সব বুঝে। সে তাঁর বাবাকে খুব মিস করে। আমরা দুজনে ব্যাপারটা মানিয়ে নিয়েছি।’
খেলার প্রতি সাকিবের দৃঢ়তা নিয়ে শিশির বলেন, ‘সাকিব যখন মনে করে আমাকে কাজটি করতে হবে, তা নিয়ে সে অনেক পরিশ্রম করে। খেলার আগে যে কোনো লক্ষ্য থাকলে সেটা নিয়ে খুব কাজ করে। অনেকে বাইরে থেকে দেখে না, কিন্তু আমি তো দেখি সে কতটা পরিশ্রম করে। কোনো ম্যাচে কিছু করার লক্ষ্য থাকলে সে খুব ফোকাস থাকে।’