দেশের প্রতি সাকিবের ত্যাগ, প্রশংসায় ভাসালেন মাশরাফী
একজন নয়, দুজন নয়—একই সঙ্গে পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই কঠিন অবস্থাতেও দেশের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থেকে যান সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের এমন ত্যাগ মুগ্ধ করেছে সবাইকে। ব্যতিক্রম নন মাশরাফী বিন মোর্ত্তজাও। সাকিবের এমন ত্যাগের জন্য প্রশংসায় ভাসালেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিচ চলাকালীন সাকিবের মা শিরিন আক্তার, শাশুড়ি, দুই মেয়ে এবং একমাত্র ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের সদস্যদের অসুস্থতার পরও দেশে না ফিরে দলের হয়ে তৃতীয় ওয়ানডেতে খেলেছেন সাকিব। দল জিতেছে ৯ উইকেটে, সঙ্গে সিরিজও ঘরে তুলেছে। দলের সঙ্গে সব দায়িত্ব পূরণ করে এরপর দেশে ফেরেন সাকিব।
সাকিবের এ ত্যাগের বিষয়টি নিয়ে আজ রোববার সাংবাদিকদের সামনে মাশরাফী বলেন, ‘সাকিবের যেটা হয়েছে—বাসার চার-পাঁচ জন অসুস্থ ছিল। এতে অবশ্যই আমাদের সাকিবের ত্যাগটা দেখতে হবে। সে চাইলে চলে আসতে পারতো। সে থেকে দলকে সাপোর্ট দিয়েছে। এটা অবিশ্বাস্য—কারণ, এক-দুজন নয়, সবাই অসুস্থ ছিল।’
এরপর মাশরাফী বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার, সে সিরিজটা জিততে চেয়েছিল। এটা কিছুটা সেলফিশের (স্বার্থপর) মতো হয়ে যাবে বলা আমার পয়েন্ট অব ভিউ থেকে। কারণ, দিন শেষে তার পরিবারের সবাই অসুস্থ ছিল। দিন শেষে এটা সাকিবের সিদ্ধান্ত ছিল। সাকিব দুপাশ সামলে দারুণভাবে নিতে পেরেছে, এটা আমি মনে করি হ্যাটস অফ টু সাকিব।’