দেশে ফিরেছে নারী ক্রিকেট দল, থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে
বিশ্বকাপ বাছাইপর্ব শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ফেরার পর বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে পুরো দলকে।
প্রথম বারের মতো নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরছেন জাহানারা-সালমা-জ্যোতিরা। বাছাইপর্ব খেলতে তাঁরা আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে গিয়েছিলেন। সেখানে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। এরপর করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আইসিসি বাছাইপর্বের খেলা বাতিল করে। র্যাংকিংয়ের পজিশন অনুযায়ী বাছাইপর্ব থেকে বিশ্বকাপের মূল দলের টিকেট হাতে তুলে দেয় বাংলাদেশকে। একই রকম সুবিধা পেয়েছে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজও। বাছাইপর্ব বাতিল হবার পর থেকে দেশে ফেরার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় নারী দলকে। বিশ্বের বিভিন্ন দেশ আফ্রিকার দেশগুলোর সঙ্গে ফ্লাইট বাতিল করার কারণে শিডিউল জটিলতায় পড়ে নারী ক্রিকেট দলের দেশে ফেরার বিষয়টি।
জানা গেছে, চার্টার্ড ফ্লাইটে প্রথমে জিম্বাবুয়ে থেকে নামিবিয়া এবং পরে সেখান থেকে ওমানের রাজধানী মাসকাটে পৌঁছায় নারী ক্রিকেট দল। সেখান থেকে সরাসরি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছাল বাংলাদেশের নারী দল।