দেশে ফিরেছে নারী ক্রিকেট দল
বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে এই সাফল্য পায় রুমানার-সালমারা।
দারুণ সাফল্য পাওয়া বাংলাদেশের মেয়েরা দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার ৯টার দিকে ঢাকায় পা রাখেন তাঁরা।
এদিকে কদিন পর পরই ঘরের মাঠে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। এই আসরে খেলবে বাংলাদেশ দল।
বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালের আগে বাংলাদেশ নারী দল থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকেও হারায়।
বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহালি আক্তার।