দ্বিতীয় ওয়ানডেতে মাইলফলকের ছড়াছড়ি
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলছে বাংলাদেশ। আর এই এক ম্যাচে মাইলফলকের ছড়াছড়ি। যে তালিকায় আছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা। আছে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের নামও।
আজ শুক্রবার (৩ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে যখন টস করতে নামে অধিনায়ক তামিম ইকবাল, তখন অনন্য এক মাইলফলক স্পর্শ করে বাংলাদেশ দল ও মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের ষষ্ঠ ক্রিকেট স্টেডিয়াম হিসেবে ২০০তম ওয়ানডে ম্যাচ আয়োজনের তালিকায় যোগ হয়ে হোম অব ক্রিকেটের নাম। পাশাপাশি এক ভেন্যুতে কোনো দলের ১০০ ওয়ানডে খেলার রেকর্ডেও ষষ্ঠ মিরপুর।
২০০৬ সালের ৮ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের। সেই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।
এদিকে, ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ভেন্যুতে ১৫০তম ওয়ানডে ম্যাচ খেলছে মুশফিকুর রহিম। এক ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে প্রথম চারজনই বাংলাদেশের। মুশফিকের পাশাপাশি রেকর্ড গড়েছেন সাকিবও। বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন সাকিব। আর সবচেয়ে বেশি ম্যাচ খেলা মুশফিক খেলছেন ৪২৭তম ম্যাচ।