দ্বিতীয় দিন সাকিবের বোলিং না করার কারণ
ভারতের ব্যাটিং ভাঙা যাচ্ছিল না। রবিচন্দ্রন অশ্বিন আর কুলদিপ যাদব ব্যাট করছিলেন অনায়াসে। দ্বিতীয় দিন প্রায় দেড় সেশন ব্যাট করেছে ভারত। উইকেট ফেলতে বাকিদের বোলিং দিলেও সাকিব আল হাসান নিজে আসছেন না বোলিংয়ে। খটকা লাগতে পারে। তবে সেই খটকার উত্তর মিলেছে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে।
এর আগে পাঁজরের চোটে চট্টগ্রাম টেস্টে খেলাটা অনিশ্চিত ছিল সাকিবের। ম্যাচের আগের দিন অনুশীলন ছেড়ে হাসপাতালে যেতে হয়েছে। পরীক্ষা শেষে সবুজ সংকেত মেলার পরই গত কাল টস করতে নামেন সাকিব। তবু রেশ রয়ে যায়। ফলে, প্রথম দিনে ১২ ওভারের বেশি হাত ঘোরাতে পারেননি তিনি।
দ্বিতীয় দিন পুরোটাই কাটে বোলিং করা ছাড়া। ভারতের ইনিংসের শেষ ৬০.৫ বলে একবারও আক্রমণে আসতে দেখা যায়নি তাকে। আগের দিনে ১২ ওভারই হয়ে রইলো প্রথম ইনিংসের সাক্ষী। যা বাকিদের চেয়ে স্বভাবতই কম। ১২ ওভারে ৪ মেডেনসহ ২৬ রান দিলেও উইকেট পাননি।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানান মূল কারণ। সাকিব তার কাঁধে ব্যথা অনুভব করছিল। হেরাথ বলেন, "ওর কাঁধে ব্যথা ছিল। তাই বোলিংয়ে আসতে পারেনি। তবে দ্বিতীয় ইনিংসে সে আবার বোলিং করবে আশাকরি।"
দ্বিতীয় ইনিংসের কথা বললেন হেরাথ। যদিও বাংলাদেশকে চোখ রাঙাছে ফলো-অন। প্রথম ইনিংসে ভারতের করা ৪০৪ রানের জবাবে ১৩৩ রানে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আগামীকাল সকালে মিরাজ ও ইবাদত নামবে ফলো-অন এড়াতে।