দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ
ছন্দে আছে বাংলাদেশ। দ্বিধাদ্বন্দ্বে আছে প্রতিপক্ষ। অথচ প্রস্তুতি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে ছিল আয়ারল্যান্ড। মানিয়ে নিয়েছিল পরিবেশের সঙ্গে। তবে ধারাবাহিক বাংলাদেশের সামনে প্রথম ম্যাচে একদমই পাত্তা পায়নি সফরকারী আয়ারল্যান্ড। ১৮৩ রানের রেকর্ড ব্যবধানে আইরিশদের হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক স্টেডয়ামে আগামীকাল সোমবার (২০ মার্চ) দুপুর ২টায় মাঠে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের আশা ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রাখা।
ব্যাটিংবান্ধব পিচে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে নিজেদের ওয়ানডে ইতিহাসের দলীয় সর্বোচ্চ ৩৩৮ রান তোলে বাংলাদেশ। সাকিব আল হাসান-তৌহিদ হৃদয়রা ব্যাটে ঝড় তুললেও আইরশিরা গুটিয়ে যায় মাত্র ১৫৫ রানে। বল হাতে দারুণ ভূমিকা রাখেন পেসার তাসকিন আহমেদ-এবাদত হোসেনরা।
প্রথম ম্যাচের উইকেট ব্যাটিংবান্ধব হলেও দ্বিতীয় ম্যাচের উইকেট কেমন হবে তা নিশ্চিত করে বলেননি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। প্রথম ম্যাচের আগে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন বিশ্বকাপকে সামনে রেখে দলটাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। অভিন্ন সুর হেরাথের কণ্ঠেও। উইকেট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে হেরাথ বলেন, ‘সামনে বিশ্বকাপ আসছে। আমরা জানি না কেমন উইকেট হবে সেখানে। সব ধরনের উইকেটে খেলার জন্য খেলোয়াড়দের প্রস্তুত থাকতে হবে। সেটি ব্যাটার-বোলার সকলকেই।’
প্রস্তুতি ম্যাচে দারুণ খেলার পরেও প্রথম ওয়ানডেতে শোচনীয়ভাবে হারাটা মেনে নিতে পারছে না আইরিশরা। সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড কোচ হেনরিখ মালান বলেন, ‘বাংলাদেশ প্রথম ম্যাচে দারুণ খেলেছে। তাদের পেসাররা আমাদের ভুগিয়েছে। আমরা ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ভালো করতে মাঠে নামব।’
চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারলেও কাল মাঠে নামতে পারেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এতে বাংলাদেশের শক্তি যে বাড়বে আরও তা নিশ্চিত করে বলা যায়। কালই তাই সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, রনি তালুকদার, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড স্কোয়াড : অ্যান্ডি বালবের্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, ম্যাথু হামব্রিস, ব্যারি ম্যাককার্টি, হ্যারি টেক্টর, বেন হোয়াইট, মার্ক অ্যাডাইর, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ডি ম্যাকব্রিন, জস লিটল, লোরকান টাকার, গ্যারেথ ডিলানি।