দ্বিতীয় ম্যাচে জয়ে আশাবাদী বাংলাদেশ
এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাহরাইনের কাছে দুই গোলে হেরেছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। এই দলটিও শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। তারপরও বাংলাদেশ কোচ ও অধিনায়ক সফল্যে আশাবাদী।
আগামীকাল শনিবার মালয়েশিয়াতে লড়াইয়ে নামবে বাংলাদেশ ও তুর্কমেনিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায়।
আজ শুক্রবার কুয়ালালামপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘গত ম্যাচে বাহরাইনের সঙ্গে হারলেও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি। তাই আমাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। আমরা এখন জয়ের কথা ভাবছি। অবশ্যই আমরা জিততে চাই। সেটা অসম্ভব নয়।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘সাহস আর আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে আমরা জিততে পারব। তবে আমাদের ভালো সুযোগ অছে।’
এর আগে দুই দল একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল। ২০০২ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ ৩-১ গোলে হেরেছিল।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮, আর তুর্কমেনিস্তান আছে ১৩৪তম স্থানে।