দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে নারী দল
শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান সংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) শ্রীলঙ্কায় উড়াল দিয়েছে নিগার সুলতানার দল।
এই সিরিজের দল অনেকটা তারুণ্যের আদলে সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে নতুন দিয়ে সুযোগ করে দিয়েছে বোর্ড। এই সফরে নেই রুমানা আহমেদ-সালমা খাতুনদের মতো অভিজ্ঞরা।
বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তা, রুমানা আহমেদ, সালমা খাতুন, মারুফা আক্তার ও দিলারা আক্তাররা। একঝাঁক নতুনদের নিয়ে এবার লঙ্কা সফর কেমন কাটে সেটাই দেখার অপেক্ষা।
আগামী ২৯ এপ্রিল শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে আগামী ২ ও ৪ মে। ওয়ানডে সিরিজ শেষে ৯ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১২ মে।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া ও সুলতানা খাতুন।