দ্রুত মাঠে ফিরছেন নেইমার
চোট কাটিয়ে আগামী মাসে মাঠে ফিরতে পারেন নেইমার। ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি এমনই ইঙ্গিত দিয়েছে। গত ১৩ ডিসেম্বর লিঁওর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে নেইমার গোঁড়ালিতে আঘাত পেয়েছিলেন।
গোল ডটকমের খবরে জানা গেছে, লিঁওর ব্রাজিলিয়ান মিডফিল্ডার থিয়াগো মেনডেসের সঙ্গে ম্যাচের লড়াইয়ের সময় গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন নেইমার। এই ঘটনায় অবশ্য মেনডেসকে লাল কার্ড দেখানো হয়েছিল। ২৮ বছর বয়সী নেইমারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল।
পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘নেইমারের পায়ে এখনো কিছুটা ব্যথা রয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রয়েছে। জানুয়ারিতে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।’
তবে আগামী ফেব্রুয়ারিতে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে নেইমার খেলবেন বলে নিশ্চিত করে জানিয়েছে নেইমারের ক্লাব।