ধীর গতিতে রান করেও অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের পিচ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। করাচিতে দ্বিতীয় টেস্টেও ব্যাটের সঙ্গে বলের অসম প্রতিযোগিতা অব্যাহত। ফলে ম্যাচের দুই দিন যেতে না যেতেই আবার ড্রয়ের গন্ধ ভাসছে।
প্রথম দিনের ধারা দ্বিতীয় দিনেও অব্যাহত রাখেন উসমান খাজা। ১৬০ রানে শেষ হয় তাঁর ম্যারাথন ইনিংস। নাইট ওয়াচ ম্যান হিসাবে নেমে ন্যাথন লিয়ন ৩৮ রান করে দিয়ে যান। এরপর শেষ সেশনে অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক মিলে ক্লান্ত পাকিস্তান বোলিং লাইন আপের বিরুদ্ধে দাপটের সঙ্গে ব্যাট করেন। ক্যারি অবশ্য তাঁর শতরানের থেকে মাত্র সাত রান আগে, ৯৩ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। ২৮ রানে অপরাজিত মিচেল স্টার্ককে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক প্যাট কামিন্স।
দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫০৫ রান আট উইকেট হারিয়ে। করাচির পিচে অসিরা যে একবারই ব্যাট করতে চান, তা মোটামুটি পরিষ্কার। তবে ১৮০ ওভার ব্যাট করে ২.৮০ রান রেটে ব্যাট করাটা একেবারেই অস্ট্রেলিয়া সুলভ নয়।
একমাত্র মার্নাস ল্যাবুশেন শূন্য রানে আউট হওয়া ছাড়া, সবাই ভালো শুরু পেয়েছেন। ইনিংসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরার ট্রাভিস হেড। তিনি ২৩ রান করেন। এমন এক পিচে ৫০০ করতে দুই দিন লাগিয়ে দিয়েও ডিক্লায়ার না করার কামিন্সের সিদ্ধান্ত কিন্তু প্রশ্নের মুখে পড়ার প্রবল সম্ভাবনা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ১৮০ ওভারে ৫০৫/৮ (খাজা ১৬০, লিয়ন ৩৮, হেড ২৩, গ্রিন ২৮, কেয়ারি ৯৩, স্টার্ক ২৮*, কামিন্স ০*; আফ্রিদি ৩০-৮-৮৫-০, হাসান ২৪-৭-৬৭-১, ফাহিম ২১-৪-৫৫-২, সাজিদ ৫৪-১০-১৫১-২, নুমান ৪৫-৬-১১৫-১, বাবর ৪-০-৭-১, আজহার ২-০-১০-০)।