ধীর গতিতে সূচনা, পাওয়ারপ্লেতে নেই সৌম্য-লিটন
ব্রিসবেনের গ্যাবায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেলেন ওপেনার সৌম্য সরকার। দলীয় ১০ রানে ব্লেসিং মুজারাবানির করা চতুর্থ বলে দারুণ এক ক্যাচ ধরেন রেজিস চাকাভা।
আজ রোববার ব্রিসবেনের গ্যাবায় টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।
পাওয়ারপ্লের ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান। দলীয় ৩২ রানে মুজারাবানির বলেই আউট হন লিটন দাস ১৪(১২)। ৫.৩ ওভারে শর্ট থার্ড ম্যানে টেন্ডাই চাতারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।
জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি ২ ওভার বল করে ১৩ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।
টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই সাকিবদের।
গত ২৭ অক্টোবর পাকিস্তানকে ১ রানে হারিয়ে উজ্জীবিত জিম্বাবুয়ে। অন্যদিকে একই দিনে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে হেরে চাপে রয়েছে বাংলাদেশ দল।
বর্তমানে গ্রুপ ‘বি’ তে ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে জিম্বাবুয়ে। আর ২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে বাংলাদেশ। গত ২৪ অক্টোবর নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে ২ পয়েন্ট অর্জন করে লাল-সবুজের দল।