ধোনিকে নিয়ে যে শঙ্কার কথা জানালেন শেবাগ
আইপিএলের গত আসরে নাজুক পারফরম্যান্স করা চেন্নাই সুপার কিংস চলতি আসরে ছন্দে রয়েছে। প্রথম ৫ ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের তিনে সিএসকে। দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার পড়তে পারেন বড়সড় নিষেধাজ্ঞার মুখে। এমনটাই জানিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ।
এবারের আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ জিতলেও চেন্নাইয়ের জন্য অস্বস্তির কারণ বোলারদের বাজে বোলিং। বিশেষ করে চেন্নাইয়ের বোলাররা প্রায় সবকটি ম্যাচেই ১০ বা তার চেয়ে বেশি অতিরিক্ত রানা দিয়েছে। শুধু তাই নয় ২ ওয়াইড ও ৩ নো বলে তুষার পান্ডে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ওভারের বিব্রতকর রেকর্ডও গড়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের মতে, বোলারদের এমন বাজে বোলিং দেখে অধিনায়কত্ব ছাড়ার হুমকিও না কি দিয়েছিলেন ধোনি। বলেছিলেন, অতিরিক্ত রান দেওয়া কমাতে না পারলে, অধিনায়ক হিসেবে আর দেখা যাবে না তাকে।
এবার এই ইস্যুতে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দর শেবাগ। টানা মন্থর ওভার রেটের কারণে ধোনিকে নিষিদ্ধ করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন শেবাগ।
জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে শেবাগ জানিয়েছেন, ‘বেঙ্গালুরু ম্যাচের পর ধোনিকে দেখে সন্তুষ্ট মনে হয়নি। কারণ সে আগেই বোলারদের অতিরিক্ত বলের পরিমাণ কমাতে বলেছিল। কিন্তু তার কথা হয়তো শোনেননি বোলাররা। সব ম্যাচেই একই পরিস্থিতি। প্রতি ম্যাচেই চেন্নাইকে ২-৩ ওভার অতিরিক্ত বল করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে ধোনি নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে। পরে যেন এমন না হয় যে, ধোনিকে ছাড়া অন্য অধিনায়কের অধীনে খেলতে হয় চেন্নাইকে।’
হাঁটুর চোট বেশ ভোগাচ্ছে ধোনিকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে কিপিং করতে দেখা গেছে তাকে। এই প্রসঙ্গে টেনে শেবাগ বলেন, ‘সেই যে বয়সে আছে, তাতে ক্রিকেট খেলাটা খুবই কঠিন। তার চোটের অবস্থা খুব বেশি ভালো মনে হয়নি। তাই হয়তো সব ম্যাচে তাকে দেখা নাও যেতে পারে। এর ওপর বোলারদের এমন বাজে পারফরম্যান্সে হয়তো অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথাও ভাবতে পারেন।’