নাজমুল হাসানের সঙ্গে জরুরি বৈঠকে সাকিব
দক্ষিণ আফ্রিকা সফরে চলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু, এদিকে প্রোটিয়া সফরে যেতে না চাওয়া সাকিব আল হাসানকে নিয়ে আলোচনার যেন শেষ হচ্ছে না। তাঁর দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়ানোই মূলত আলোচনার প্রধান কারণ। তা ছাড়া বারবার ছুটি চাওয়ায় তাঁর ভবিষ্যৎ নিয়েও উঠছে নানা প্রশ্ন। এর মধ্যেই আজ শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন সাকিব।
আজ সাকিব ও নাজমুল হাসান দুজনেই দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর শেরেবাংলায় আসেন। প্রথমে শেরেবাংলায় পা রাখেন বিসিবিপ্রধান। তাঁর কিছুক্ষণ পর বিসিবিতে আসেন সাকিব। এরপর দুজনেই বৈঠকে বসেছেন।
দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়া সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি। তত দিন কোনো ফরম্যাটেই থাকবেন না তিনি। ছুটি অবশ্য সাকিব নিজেই চেয়েছেন।
কদিন হঠাৎ করে সাকিব জানিয়েছিলেন, শারীরিক ও মানসিকভাবে খেলার অবস্থায় নেই তিনি। এ ছাড়া এ অবস্থায় ক্রিকেট উপভোগ করছেন না। যার জের ধরে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডারকে ছুটি দিয়েছে ক্রিকেট বোর্ড। তবে, তাঁকে ছুটি দিলেও ঠিকই তিন ফরম্যাটের কেন্দ্রীয় তালিকায় রেখেছে বিসিবি।
সাকিবকে তিন ফরম্যাটের চুক্তিতে রাখা প্রসঙ্গে গতকাল শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মিনহাজুল আবেদীন বলেন, ‘সাকিব খেলোয়াড় হিসেবে অনেক বড় মাপের, বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন। সে হিসেবে ওর কাছ থেকে সেরাটাই আমরা চাই, যখনই ওকে পাব। সে জন্য ওকে তিন সংস্করণেই রাখা হয়েছে, যেহেতু এ বছর আমাদের অনেক খেলা আছে। কেউ দু-একটি সিরিজ বিশ্রাম নিলেই তিন সংস্করণে রাখা যাবে না, তা তো নয়।’
বিষয়টির ব্যখ্যা দিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘প্রথমে বোর্ড কথা বলেছে, কে কোন ফরম্যাটে খেলতে চায়। এরপর বিবেচনা করা হয়েছে, কাকে কোন ফরম্যাটে রাখা যায়। সাকিব কোনো ফরম্যাট থেকে সরে যায়নি, সে নিজে থেকে সরে না গেলে বোর্ডের জন্য সরিয়ে দেওয়া কঠিন, কারণ সে বড় মাপের পারফর্মার।’