নাটকীয় কিছুর আশা বাংলাদেশ কোচের
পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ভীষণ কঠিন অবস্থায় বাংলাদেশ। ম্যাচ বাঁচানো অনেকটাই অসম্ভব। তবে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো এর পরও নিজেদের জয়ের সম্ভাবনা দেখছেন। তিনি অনুপ্রেরণা হিসেবে দেখছেন বেশ কিছুদিন আগে বাংলাদেশেরই বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য জয়কে।
আজ শনিবার তৃতীয় দিন শেষে ডমিঙ্গো বলেন, ‘দ্বিতীয় ইনিংস এখনো বাকি। আমাদের নিজেদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে, যা খুবই গুরুত্বপূর্ণ। কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজ ৩৯৫ রান তাড়া করে জিতেছিল, অবিশ্বাস্য সেই ম্যাচের অংশ ছিলাম আমরা। এই মুহূর্তে ম্যাচে পিছিয়ে আছি। আমরা অনেক চাপে আছি। এখন শ্রীলঙ্কা আধিপত্য বস্তার করছে। কিন্তু কাল যদি দ্রুত কিছু উইকেট নিতে পারি, তাহলে কে জানে কী হবে।’
বাংলাদেশ কোচ আরও বলেন, ‘আমাদের কেউ একজন হয়তো দুর্দান্ত ইনিংস খেললে কাল ইতিবাচক কিছু হতে পারে।’
গত ফেব্রুয়ারিতে চট্টগ্রামে ৩৯৫ রানের লক্ষ্য তাড়ায় শেষ দিনে কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে ৩ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাল্লেকেলেতে সেই আশা দেখছেন ডমিঙ্গো।