নাপোলিতে বিধ্বস্ত লিভারপুল
উয়েফা চ্যাম্পিয়নস লিগে চমৎকার জয় পেয়েছে নাপোলি। ইতালির ক্লাবটি ৪-১ গোলে হারিয়েছে লিভারপুলকে।
নাপোলির জয়ে জোড়া গোল করেন পিওতর জিলিনস্কি, আর একটি করে গোল করেন জিওভানি সিমেওনে ও আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আনগিসা। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন লুইস দিয়াস।
নাপোলির শুরুটা হয়েছে দারুণ। পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন জিলিনস্কি। জেমস মিলনারের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
৩১ মিনিটে নাপোলি ব্যবধান দ্বিগুণ করে। আন্দ্রে ফ্রাঙ্ক করেন গোলটি। ৪৪ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার সিমেওনে করেন তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরলাইন ৪-০ করেন জিলিনস্কি।
৪৯ মিনিটে লুইস দিয়াস লিভারপুলের হয়ে একটি গোল করেন।
‘এ’ গ্রুপের আরেক ম্যাচে রেঞ্জার্সকে ৪-০ গোলে হারিয়েছে আয়াক্স।
বায়ার্নের জয়
চ্যাম্পিয়নস লিগে দিনের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে জিতেছে ইন্টার মিলানের বিপক্ষে।
‘সি’ গ্রুপের ম্যাচে বায়ার্নের জয়ের নায়ক লেরয় সানে। তিনি একটি গোল করেন। অন্যটি হয়েছে আত্মঘাতি থেকে। ম্যাচের ২৫ মিনিটে তিনি দলকে এগিয়ে দেন। আর দ্বিতীয় গোল হয় ৬৬ মিনিটে। সানের শট ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠান ইতালিয়ান ডিফেন্ডার দানিলো দি’আমব্রোসিও।
অ্যাথলেটিকোর দারুণ শুরু
আসরে দারুণ শুরু করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ‘বি’ গ্রুপের ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে পোর্তোকে।
আরেক ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে ১-০ গোলে হেরে গেছে বায়ার লেভারকুজেন।