নাবিলের দুর্দান্ত বোলিংয়ে রূপগঞ্জের প্রথম জয়
একের পর এক হারের হতাশায় ডুবে ছিল লেজেন্ডস অব রূপগঞ্জ। অবশেষে হারের চক্রে আটকে থাকা রূপগঞ্জকে পথ দেখালেন নাবিল সামাদ। শাইনপুকুরের বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত করলেন তিনি। দুই ওভার বোলিং করে এক রান দিয়ে নিলেন তিনটি উইকেট। তাঁর বোলিংয়ে শাইনপুকুরকে উড়িয়ে ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বাদ পেল রূপগঞ্জ।
আজ মঙ্গলবার ঢাকা টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের ২৫তম ম্যাচে শাইনপুকুরকে ১৪ রানে হারিয়েছে রূপগঞ্জ। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে নাবিলের হাতেই।
এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ২০ ওভারের বদলে হয় ১২ ওভারে। তাতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৮১ রান করে রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ বলে ২৪ রান করেন সানজামুল ইসলাম। ১৩ বলে ১৮ রান করেন নাঈম ইসলাম। ২০ বলে ১৬ রান করেন সাব্বির রহমান।
জবাব দিতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৬৭ রানে থেমে যায় শাইনপুকুর। শুরু থেকেই বোলিং দিয়ে শাইনপুকুরকে চাপে রেখেছে রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন মাহিদুল। ১২ বলে ১৫ রান করেন রবিউল হক।
রূপগঞ্জের পক্ষে নাবিলের পাশাপাশি বল হাতে ভালো করেন মুক্তার আলী। তিন ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। ১০ রান দিয়ে একটি উইকেট নেন সানজামুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
লেজেন্ডস অব রূপগঞ্জ: ১২ ওভারে ৮১/৬ (আজমির ৫, মারুফ ১, সাব্বির ১৬, জাকের ০, সানজামুল ২৪, সোহাগ ১৩, নাঈম ১৮*, মুক্তার ০*; মোহর ২-০-১৮-০, সুমন ৩-০-২০-৩, তানভির ৩-০-১৩-১, রবিউল ২-০-৯-২, মুরাদ ১-০-৭-০, ইফতেখার ১-০-১২-০)।
শাইনপুকুর: ১২ ওভারে ৬৭/৬ (সাব্বির ৪, তানজিদ ০, রবি ১, হৃদয় ০, মাহিদুল ৩০, সুমন ১২, রবিউল ১৫*, মোহর ১*; নাবিল ২-১-১-৩, সানজামুল ২-০-১০-১, শহীদ ৩-০-২২-০, মুক্তার ৩-০-১৪-২, অনিক ২-০-১৯-০)।
ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ১৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাবিল সামাদ।