নারীদের আইপিএল আগামী বছর থেকে
ভারতীয় ক্রিকেট বোর্ড নারী আইপিএল আয়োজনের প্রস্তাব করেছে। ২০২৩ সাল থেকে আসরটি শুরু করার পরিকল্পনা নিয়েছে তারা। উদ্বোধনী সংস্করণে পাঁচ বা ছয় দল রাখার পরিকল্পনা বোর্ডের।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সাংবাদিকদের বলেন, ‘এটি (নারী আইপিএল) এজিএম দ্বারা অনুমোদিত হতে হবে। আমরা আশা করছি আগামী বছরের মধ্যে এটি শুরু হবে।’
এর আগে পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে সৌরভ বলেছিলেন যে, নারী আইপিএল ২০২৩ সালে চালু হবে।
আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, ‘প্লে-অফের সময় চারটি ম্যাচ হবে যেখানে তিনটি দল থাকবে। আর পাঁচ বা ছয়টি দল থাকবে আসরে। তবে সাধারণ সভার অনুমোদনের প্রয়োজন হবে।’
এদিকে করোনার কারণে গত পুরুষদের আইপিএলের দ্বিতীয়ার্ধ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হওয়ায়, প্রদর্শনী ম্যাচগুলো অনুষ্ঠিত হয়নি।
নিউজ১৮-এর খবরে জানা গেছে, পুরুষদের আইপিএলে ২০১৮-২০২২ মৌসুমের জন্য স্টার ইন্ডিয়া ১৬,৩৪৭ কোটি রুপি দিয়েছিল বিসিসিআইকে। লিগের জনপ্রিয়তা বাড়া, দুটি নতুন দল যোগ করায়, এই সংখ্যাটি আসন্ন পাঁচ মৌসুমে ৪০ হাজার কোটি রুপি স্পর্শ করতে পারে।
এবার নারীদের আইপিএল আয়োজন করে আয় আরও বাড়তে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডর।