নারীদের আরও শক্তিশালী করার আহ্বান সাকিবের
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসে পৃথিবীজুড়ে থাকা সব নারীদের শ্রদ্ধা জানালেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
আজ সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে সাকিব লিখেছেন, ‘চলুন স্বীকৃতি, সমর্থন ও সমৃদ্ধির মাধ্যমে নারীদের করি আরও শক্তিশালী, স্বাধীন ও সাহসী। কেননা, আত্মবিশ্বাসী নারীরাই পারে এই বিশ্বকে বদলে দিতে। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।’
বাংলাদেশের আরেক তারকা মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘সব অসাধারণ নারীকে নারী দিবসের শুভেচ্ছা। শুধু আজ নয়, সব দিন ঔজ্জ্বল্য ছড়ান।’
স্বর্ণজয়ী নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত বলেন, ‘এই সময়ে আমরা মেয়েরা অনেক স্বাধীন। আমরা এখন চাইলেই নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে পারছি। আমাদের পরিবারও আমাদের ইচ্ছাগুলোর প্রাধান্য দিচ্ছে। আমরা মেয়েরা সাফল্য আনছে। তবে এখন স্বাধীনতার চেয়ে, দেখতে হবে আমরা কতটা নিরাপদ। রাস্তায় বের হলে একটা মেয়ে কতটা নিরাপদ সেটা আগে দেখা উচিত এবং সেটা আমারদেরই তৈরি করতে হবে।’
ক্রিকেটার ফাহিমা খাতুন বলেন, ‘একজন নারীর স্বাধীনতা শুরু হয় তাঁর পরিবার থেকে। আমি যেটা মনে করি, যে আমাদের সমাজে প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু পরিবারের সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। পরিবারের সমর্থন থাকলে মেয়েদের চলার পথটা মসৃণ হবে।’