নাসুমের ওই এক ওভারকেই দুষছেন অধিনায়ক
ম্যাচের শুরুটা হয়েছিল দুর্দান্ত। দ্রুত উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের টপ অর্ডার নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু নাসুম আহমেদের এক ওভারেই সব এলোমেলো গেল। এক ওভারে ৩২ রান দিয়ে ম্যাচের গতিই পাল্টে দিলেন এই অফ স্পিনার।
ওই ধাক্কা কাটিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের কাছে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ রানে হেরে যায় বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজেও ২-১ ব্যবধানে হেরে গেল বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজে হারল বাংলাদেশ। এই ব্যর্থতার জন্য নাসুমের ওই এক ওভারকেই দুষলেন শেষ ম্যাচে দায়িত্ব পাওয়া অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, 'প্রথম ১৪ ওভারে আমরা খেলায় আধিপত্য দেখিয়েছি। কিন্তু এক ওভার খেলা বদলে দিয়েছে।'
তবে শুধু নাসুমের ওই এক ওভার নয়, ম্যাচ হারার জন্য দায়ী ছিলেন ব্যাটাররাও। কারণ জয়ের জন্য লক্ষ্যটা খুব বেশি বড় ছিল না। জিততে হলে বাংলাদেশকে করতে হতো ১৫৭ রান। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেটা তাড়া করতে পারল না বাংলাদেশ। কেউই দায়িত্ব নিয়ে উইকেটে থিতু হতে পারেননি।
ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেন, 'দেখুন টি-টোয়েন্টিতে শুরুতে উইকেট হারালে তাড়া করা কঠিন। আফিফ বেশ চেষ্টা করেছে।'
টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। নিজেদের প্রিয় ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিলেন অধিনায়ক, 'সবাই জানে ওয়ানডেতে আমরা কত ভালো দল। আশা করি ঘুরে দাঁড়িয়ে সেখানে সেরাটা দেখাব।'
আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১৫৬ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১৪৬ রানে থেমে যায় বাংলাদেশ।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফলে তৃতীয় ম্যাচটি রূপ নেয় অলিখিত ফাইনালে। তাতে লড়াই জমিয়ে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে।