নিউজিল্যান্ডের অনুপ্রেরণা নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ
প্রায় দুই মাস আগে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই অনুপ্রেরণা নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলতে যাচ্ছে লাল-সবুজের দল। এবার প্রোটিয়াদের মাটিতে বাজে রেকর্ড পরিবর্তনে আশাবাদী বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো ফরম্যাটে জয় নেই বাংলাদেশের। ছয়টি টেস্ট, নয়টি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি মিলে ১৯টি ম্যাচ হেরেছে টাইগাররা।
রেকর্ড বদলে আশাবাদী তামিম বলেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটে এমন একটা অবস্থানে আছি যেখানে আমাদের জয় ছাড়া অন্য কিছু বলা উচিত নয়। আজ থেকে দশ বছর আগে যেটা বলেছি, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আমরা এখন সে জায়গায় নেই।’
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক আরো বলেন, ‘অবশ্যই আমরা জয়ের মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রকায় যাব। এটা সত্য তা কঠিন। সেখানে আমাদের রেকর্ড তেমন ভালো নয়। তবে রেকর্ড এমন একটি বিষয় যা যেকোন মুহূর্তে পরিবর্তন হতে পারে। বড় উদাহরণ ছিল, নিউজিল্যান্ড টেস্ট। যেখানে আমরা দীর্ঘদিন ধরে কোনো ফরম্যাটে ভালো খেলিনি। কিন্তু আমরা সেটা পরিবর্তন করতে পেরেছি। আমরা চেষ্টা করব দক্ষিণ আফ্রিকায় আমাদের রেকর্ড পরিবর্তনের। আমরা সবাই জানি এটা চ্যালেঞ্জিং। নিজ কন্ডিশনে তারা খুব ভালো দল। তবে আমরা অবশ্যই জিততে চাই। যদি ফল আমাদের পক্ষে আসে, খুবই ভালো। যদি না হয়, আমরা কঠোর পরিশ্রম করব।’
বিশ্বের যেকোনো প্রান্তে যে কোনো ম্যাচ জয়ের সামর্থ্য বাংলাদেশের আছে বলে বিশ্বাস তামিমের। তিনি বলেন, ‘আমরা জিততে পারি, আমরা বিভিন্ন ফরম্যাটে সেটা প্রমাণ করেছি। আপনি যদি নিউজিল্যান্ডের কথা চিন্তা করেন, আমরা ৩০-৩২ (৩৩ ম্যাচ) ম্যাচে জিততে পারিনি। কিন্তু সেই দলটাই বদলেছে। আশা করি এই বিষয়টি পরিবর্তন করতে সক্ষম হব।’
তামিম আরো বলেন, ‘আমি সব সময়ই বিশ্বাস করি, আপনি মানসিকভাবে চাঙ্গা থাকলে, আত্মবিশ্বাস থাকলে আপনি যে কোনো কিছু করতে পারেন। আমার দল নিয়ে একটা কথা বলতে পারি, সবারই বিশ্বাস ভালো কিছু করা সম্ভব। আমরা যথাসাধ্য চেষ্টা করব. তারপর দেখা যাক খেলার পর কি হয়।’
এই বছরের শুরুতে ইনজুরির কারণে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজসহ বেশিরভাগ ক্রিকেট ম্যাচে ছিলেন না তামিম। সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ইনিংসে ৮, ১২ এবং ১১ রান করেন তিনি। এ ব্যাপারে তামিম বলেন, ‘চাপ বেশি হলেও, আমি আমার নিজের পারফরম্যান্সে গর্ববোধ করি। আমি যখন রান করি না, তখন আমার খারাপ লাগে। মানুষ কি বলছে কি বলছে না তা নিয়ে আলোচনা হতে পারে। ব্যক্তিগতভাবে আমি অনেক সময়ই হতাশ হই।’
বাংলাদেশ দল আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে। ১৮, ২০ এবং ২৩ মার্চ ওয়ানডে খেলবে তারা। এরপর দুটি টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল এবং ৮ থেকে ১২ এপ্রিল।