নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে আয়ারল্যান্ড
নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। জিতলে সেমিফাইনাল নিশ্চিত কিউইদের। তবে আইরিশরা জয় পেয়ে গেলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কেইন উইলিয়ামসনদের পা পিছলে যেতে পারে।
আজ অ্যাডিলেডে সকাল ১০টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডের এ ম্যাচ থেকে হারানোর কিছু নেই। এটি তাদের জন্য সান্ত্বনার ম্যাচ। অপরদিকে সেমি নিশ্চিতের জন্য জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের 'এ' গ্রুপ থেকে এখনও সেমিফাইনাল কেউ নিশ্চিত করতে পারেনি। নিউজিল্যান্ড জয় পেলে প্রথম দল হিসেবে তারা সেমি নিশ্চিত করবে। এই মুহূর্তে চার ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫। সমান ম্যাচ খেলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ারও একই পয়েন্ট।
ফলে এই তিন দল থেকে যারা জিতবে তারাই সেমিফাইনালে চলে যাবে। যদি উভয়েই জয় পায় তখন রানরেটের হিসাব হবে।
এদিকে চার ম্যাচ খেলে আয়ারল্যান্ডের পয়েন্ট ৩। খুব বেশি অঘটন না ঘটলে আইরিশদের বিদায় নিশ্চিত। আজকের জয় শুধু নিউজিল্যান্ডের আক্ষেপ বাড়াতে পারে।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ডার্লি মিশেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোদি, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), লোরকান টাকার, হ্যারি টেকটর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলায়নি, মার্ক অ্যাডেয়ার, ফিয়ন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জশ লিটল।