নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতেও জিতেনি বাংলাদেশ। টানা দুই হারের হতাশা নিয়ে আজ বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ক্রাইটচার্চে ম্যাচটিতে কিউইদের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
ক্রিকেটে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। একের পর এক ব্যর্থতায় দেওয়ালে পিঠ ঠেকেছে বাংলাদেশের। বাজে পারফরম্যান্সের জন্য শুনতে হচ্ছে সমালোচনাও। এমন পরিস্থিতি থেকে বাঁচতে ক্রিকেটে ঘুরে দাঁড়ানোটা জরুরি হয়ে উঠেছে বাংলাদেশের।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন ও ইবাদত হোসেন। তাদেরকে জায়গা করে দিতে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
প্রায় এক বছর পর দেশের হয়ে টি-টোয়েন্টিতে সুযোগ পেলেন সৌম্য। এই সংস্করণে সবশেষ গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অন্যদিকে ইবাদত ও সাইফউদ্দিন দুইজনই সিরিজে প্রথমবার খেলতে নামছেন।
অন্যদিকে নিউজিল্যান্ডও তিন পরিবর্তন এনে মাঠে নেমেছে। এই ম্যাচে নিয়মিত অধিনায়ক কে্ই উইলিয়ামসন খেলছেন। তাঁর বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন টিম সাউদি। এ ছাড়া সিরিজে প্রথমবার খেলতে নেমেছেন মার্টিন গাপটিল। আর ফিরেছেন ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম। বাদ পড়েছেন মিচেল স্যান্টনার ও ব্লেয়ার টিকনার।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জিমি নিশাম, মিচেল ব্রেসওয়েল, ইশ শোধী, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।