নিউজিল্যান্ড একাদশে দুই পরিবর্তন, অপরিবর্তিত বাংলাদেশ
প্রথম ম্যাচে জয় পাওয়ায় একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। উইনিং কম্বিনেশন নিয়েই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে লাল-সবুজের দল।
অন্যদিকে হতাশা দিয়ে সিরিজে শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে সর্বনিন্ম দলীয় স্কোরের পাশাপাশি সাত উইকেটে হেরেছে কিউইরা। তাই জয়ের আশায় থাকা নিউজিল্যান্ড দুই পরিবর্তন এনেছে। জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনারের বদলে কিউই একাদশে এসেছেন হামিশ বেনেট ও বেন সিয়ার্স।
গত মার্চে বাংলাদেশের বিপক্ষেই সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন বেনেট। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২৩ বছর বয়সী পেসার সিয়ার্সের।
গত বুধবার সিরিজের প্রথম ম্যাচটিতে ব্যাট করে নেমে ১৬.৫ ওভারে ৬০ রান করে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বনিম্ন স্কোর এটি। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ সালেও প্রথমবার ৬০ রানে অলআউট হয়েছিল কিউইরা। ম্যাচটিতে সাত উইকেটে হারে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই তাদের প্রথম হার।
নিউজিল্যান্ড একাদশ : রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।