নিউজিল্যান্ড পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করল : শোয়েব আখতার
ক্রিকেটবিশ্বে আজকের অন্যতম বড় খবর হলো ম্যাচ শুরুর আগমুহূর্তে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করে দেওয়া। নিরাপত্তা ইস্যুতে ম্যাচের আগ মুহূর্তে কিউইরা এই সফর বাতিল করে দেশে ফিরে যাচ্ছে।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। দেশটি যখন তাদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টা করছে, তখন এমন ঘটনা নিঃসন্দেহে উদ্বেগের।
পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার নিউজিল্যান্ডের সিরিজ বাতিল নিয়ে একের পর এক টুইট করেছেন। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘নিউজিল্যান্ড এইমাত্র পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করল!’
এরপর দুটি টুইটে নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনেছেন। শোয়েব লিখেছেন, ‘কিছু পয়েন্ট নিউজিল্যান্ডকে মনে করিয়ে দেওয়া উচিত। ক্রাইস্টচার্চ হামলায় (২০১৯ সালে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সময়) ৯ পাকিস্তানি মারা গিয়েছিলেন। তখনও পাকিস্তান কিন্তু নিউজিল্যান্ডের পাশে ছিল শক্তভাবে।’
শোয়েব আরও লিখেছেন, ‘করোনা পরিস্থিতির মাঝেও পাকিস্তান দল নিউজিল্যন্ড সফরে গিয়েছিল। কিন্তু সেখানে নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বাজে আচরণ করেছিল। (করোনাবিধি ভাঙায় পাকিস্তানি ক্রিকেটারদের দেশ থেকে বের করে দিতে চেয়েছিলেন এক কিউই মন্ত্রী।)’
শোয়েব লিখেছেন, ‘এই হুমকি তো যাচাই করা হয়নি। আমাদের সঙ্গে আলোচনা করতে পারত। আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত তাদের রাষ্ট্রপ্রধানকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে।’
শেষে শোয়েব বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের প্রসঙ্গও টেনে এনেছেন। তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে পাকিস্তান কিন্তু সফলভাবে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ এবং পিএসএল আয়োজন করেছে।’
অন্য একটি টুইটে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ লিখেছেন, ‘আমরা অবশ্যই দ্রুত সময়ে এই পরিস্থিতির উত্তরণ ঘটাব। ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই প্রথম আমরা এরকম পরিস্থিতিতে পড়িনি। সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং অযাচিত সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।’
সবকিছু ঠিকঠাকই ছিল। আজ শুক্রবার রাওয়ালপিন্ডিতে মাঠে গড়ানোর কথা পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। কিন্তু খেলা তো দূরের কথা, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও টস মাঠে গড়ায়নি। নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও মাঠেই আসেননি।
পরে জানা যায়, নিরাপত্তা ইস্যুতে ম্যাচের আগ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
আনুষ্ঠানিক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হওয়ার কথার ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের। তারপর সেখান থেকে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে লাহোর যেতো আমাদের দল। কিন্তু পাকিস্তানে হুমকির মাত্রা বেড়ে যাওয়ায় বিষয়টি নিউজিল্যান্ড সরকার জানানোর পর এবং মাঠে থাকা নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা উপদেষ্টারা যে পরামর্শ দিয়েছেন; তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত হয়েছে, ব্ল্যাকক্যাপসরা এই সফরে আর খেলবে না। দলকে ফেরত নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।’
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক পাকিস্তানের। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। ১৮ বছর পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড।